‘পাগড়ি মানেই খলিস্তানি নয়’, শিখ পুলিশ অফিসারের সমর্থনে সোচ্চার মমতার কড়া হুঁশিয়ারি বিজেপিকে

বাংলা হান্ট ডেস্ক : গত এক মাস ধরেই অগ্নিগর্ভ সন্দেশখালি। আর সেই সন্দেশখালিতে ঢুকতে গিয়ে পুলিশের কাছে বাধা পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই এক পাগড়িধারী আইপিএস অফিসারকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেছেন বলে অভিযোগ। আর এবার সেটা নিয়েই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এইদিন মুখ্যমন্ত্রী বেশ জোর গলায় জানিয়ে দেন, পাগড়ি পরা মানেই খলিস্তানি নয়। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আজ বিজেপির বিভাজনের রাজনীতি লজ্জাজনকভাবে সংবিধানের সীমা লংঘন করেছে। বিজেপির মতে পাগড়ি পরা সবাই খালিস্তানি। শিখ ভাই-বন্ধুদের অপমানের এই চেষ্টার আমি তীব্র নিন্দা করছি। দেশের প্রতি তাদের বলিদান এবং ভালবাসা অপরিসীম। বাংলার সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। কেউ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনার সূত্রপাত শুভেন্দু অধিকারীর সন্দেশখালি অভিযানের সময়। মঙ্গলবার এই কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতার সাথে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পালও। তবে এইদিন তারা সন্দেশখালি পৌঁছানোর আগেই ধামাখালিতে জারি হয় ১৪৪ ধারা। বিজেপি কর্মীরা সেখানে পৌঁছালে পুলিশ বাহিনী তাদের বাধা দেয়। আর সেই পুলিশ বাহিনীর সর্বাগ্রে দাঁড়িয়ে ছিলেন পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ অফিসার।

আরও পড়ুন : ইউপিতেও INDIA জোটে ইতি! আসন সমঝোতা না হওয়ায় একাই হাঁটতে চলেছেন অখিলেশ যাদব

অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সেই সময় ঐ আইপিএস অফিসারকে খলিস্তানি বলে অপমান করেন। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে ঐ অফিসারকে (যশপ্রীত সিংহ, এসএস (আইবি) বলতে শোনা যাচ্ছে, ‘আমি পাগড়ি পরেছি বলে আমি খলিস্তানি! আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন? আমি এর বিরুদ্ধে পদক্ষেপ করব।’ জবাবে অগ্নিমিত্রা বলেন, ‘আপনি একজন পুলিশ অফিসার আপনি আপনার দায়িত্ব পালন করুন।’ এই ভিডিওটি-ই নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : লাউডস্পিকারে দেওয়া যাবে না আজান, মসজিদের ভিতরে ইফতারেও নিষেধাজ্ঞা! রমজানে কড়া নিয়ম সৌদিতে

 

এদিকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষজন। কলকাতায় মুরলীধর লেনে রাজ্য বিজেপির সদর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে। আসানসোলেও একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষজন। উল্লেখ্য, সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হলেও আদালতের তরফে জানানো হয়, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। তবে দলীয় কর্মীদের যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে, যাতে এলাকায় কোনরকম শান্তি ভঙ্গ না হয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর