শালবনিতে খুশির আমেজ! ১৭ বছরের অপেক্ষা শেষে কারখানার শিলান্যাসে মমতা-সৌরভ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ১৭ বছরের অপেক্ষার অবসান! ২০০৭ সাল থেকে শিল্পের আশায় বুক বেঁধে রয়েছে শালবনি। জমি অধিগ্রহণের পরেও মাঝপথে থমকে যায় কাজ। এরপর ২০১৬ সালে সিমেন্ট কারখানা তৈরি হলেও অর্ধেকের বেশি অধিগৃহীত জমি পড়েই ছিল। এবার সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র (Jindal Power Plant) গড়ে উঠছে। ১৬,০০০ কোটিরও বেশি টাকা খরচ করে দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করছে জিন্দল গোষ্ঠী। সোমবার দুপুরে তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

মমতা (Mamata Banerjee)-সৌরভের পাশাপাশি থাকবেন জিন্দল কর্তারাও!

শালবনির বুকে ৮০০ মেগাওয়াট করে দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছেন জিন্দলরা। আজ তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে খুশির আমেজ সেখানে। কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। জমিহারা কমিটির সম্পাদক পরিষ্কার মাহাত বলেন, ‘এখনও কিছু দাবি পূরণ হয়নি। কিন্তু অবশেষে কারখানাটা যে হচ্ছে, স্থানীয় কয়েকজন ছেলেমেয়ে কাজ পাবে, সেটাই বড় কথা’।

আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের। জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ের দাপটে অনুষ্ঠানস্থলের হ্যাঙ্গার ভেঙে গিয়েছিল। আজও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেসব কথা মাথায় রেখে যথাযথ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। অনুষ্ঠানমঞ্চ শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ DA মামলার শুনানি নিয়ে সংশয়!

প্রশাসন সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজ রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের পর মেদিনীপুরের সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মেদিনীপুরের কলেজ মাঠে সেই অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা।

Mamata Banerjee

সেই সরকারি অনুষ্ঠান থেকে নানান প্রকল্পের (Government Scheme) উদ্বোধন করবেন মমতা। উপভোক্তাদের সরকারি সুবিধা বিতরণ করবেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত কয়েকদিনে চাকরি বাতিল, অশান্তি-ইস্যু সহ নানান বিষয়ে সরগরম বাংলা। এই আবহে শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। মমতা সেখান থেকে কী বার্তা দেন সেদিকে নজর সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X