বাংলাহান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এসেছিলেন বিধানসভায়। বিভিন্ন আলোচনার মধ্যে আজ মুখ্যমন্ত্রী নিজের পারিবারিক কিছু বিষয় সবার সাথে ভাগ করে নেন। কার্শিয়াঙের এক তরুণীর সাথে মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হতে চলেছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৭ই ডিসেম্বর। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় আবেশ বন্দ্যোপাধ্যায়ের বাবা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই বিয়েতে যোগদান করতে সেখানে গেছেন। বিধানসভায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে সম্পর্কে বেশ কিছু কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের বরকর্তা মেয়র ফিরহাদ হাকিম। আবেশের বাড়িতে রয়েছেন তাঁর জেঠু, কাকু, পিসি।
আরোও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে চলছে নিয়োগ, এভাবে করুন আবেদন
তাহলে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে কেন বরকর্তা হলেন ফিরহাদ হাকিম? এই বিষয়ে মুখ্যমন্ত্রী সবার কৌতূহল নিবারণ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমার পরিবার নেই। কিন্তু তাও বলছি আমার চিকিৎসক ভাইপোর বিয়ে সামনেই। ওর বিয়ে হচ্ছে এক কার্শিয়াঙের পাহাড়ি মেয়ের সাথে। এই বিয়ের বরকর্তা ফিরহাদ হাকিম। ওঁর (ফিরহাদ হাকিম) স্ত্রী আমার ভাইপোর ভিক্ষা মা।”
আরোও পড়ুন : তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’! মঙ্গলে ল্যান্ডফলের সম্ভাবনা, প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ১১ জেলায়
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিরহাদ হাকিম নিজের রাজনৈতিক কেরিয়ারের শুরুর দিন থেকেই ঘনিষ্ঠ। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মমতার মন্ত্রিসভার মন্ত্রী হন ফিরহাদ। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই একাধিক দপ্তরের মন্ত্রীত্ব সামলেছেন। ২০১৮-র শেষ দিক থেকে তিনি কলকাতায় কর্পোরেশনের মেয়রও বটে।
অনেকেই বলেন রক্তের সম্পর্ক না থাকলেও ফিরহাদ হাকিমের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে আত্মীয়তার সম্পর্ক। ফিরহাদ হাকিমের পুজো বলেই পরিচিত চেতলা অগ্রণীর দুর্গা পুজো। সেই পুজোতে প্রতিবছর মুখ্যমন্ত্রী প্রতিমার চক্ষু দান করেন। এমনকি ভাইফোঁটায় প্রতিবছর মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোঁটা নিতে যান ফিরাহাদ হাকিম।