বাংলা হান্ট ডেস্কঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) ও বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva-Bharati University) জমি বিবাদ অব্যাহত। বহুদিন থেকেই সংবাদের শিরোনামে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের জটিলতার বিষয়টি। বহুবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নোবেলজয়ীর পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে একাধিকবার তোপও দাগেন তিনি। তবে এবার আর কোনো মন্তব্য নয় সরাসরি হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলায়।
গতকাল মালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিকাল ৪টে নাগাদ ফেরার পথে বোলপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে মুখমন্ত্রীর সঙ্গে কিছুক্ষন কথা বলেন দলের নেতা-কর্মীরা। সেখানেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে আমাকে তো চেনে না।’
এই মন্তব্যের পর শনিবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’র সামনে বাউল ও লোকগীতি শিল্পীদের বসার জন্য জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে নির্দেশও দিয়েছেন।
এই প্রসঙ্গে, বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “আমরা দিদির সাথে দেখা করলাম। তিনি অবস্থান বিক্ষোভ হওয়ার কথা বললেন। অমর্ত্য সেনের পাশে থাকতে তা সুষ্ঠ ভাবে করতে বলেছেন। এছাড়াও দলেরও খোঁজ খবরও নেন।”
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বহু বার অমর্ত্য সেনের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মমতা। সম্প্রতি নোবেলজয়ীকে উচ্ছেদ করার নোটিস ধরায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই সময়ও মুখ্যমন্ত্রী বলেছিলেন অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চালালে তার আগে গিয়ে সেখানে বসে থাকব। আর এদিনও কড়া হুঁশিয়ারি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।