অল্পের জন্য বাঁচলেন মুখ্যমন্ত্রী! উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানে ভেঙে পড়ল তোরণ, আহত একাধিক!

বাংলা হান্ট ডেস্কঃ ১৯৮০ সালের ২৪ জুলাই। ৪৪ বছর আগে আজকের দিনেই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বাংলার গর্ব, বাঙালির আবেগ উত্তম কুমার (Uttam Kumar)। আজ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ধনধান্য স্টেডিয়ামে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌঁছনোর খানিক আগে ভেঙে পড়ল তোরণ।

মমতা (Mamata Banerjee) পৌঁছনোর আগেই ঘটে গেল দুর্ঘটনা

জানা যাচ্ছে, বুধবার বিকেলে ৪:৩০ নাগাদ উত্তম কুমার স্মরণে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বেশ কয়েকজন দর্শক লাইন দিয়ে অডিটোরিয়ামের (Dhono Dhanyo Auditorium) ভেতর প্রবেশ করছিলেন। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। প্রেক্ষাগৃহের ১ নম্বর গেটের সামনে থাকা অস্থায়ী তোরণ আচমকাই ভেঙে পড়ে। যার জেরে জখম হন বেশ ২ জন।

প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘আচমকাই দমকা হাওয়া বইতে শুরু করেছিল। যার জেরে ওই তোরণ ভেঙে পড়ে’। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসায় ৩০ মিনিট মতো আগে ওই তোরণ আচমকা ভেঙে পড়ে। ওই তোরণের নীচ দিয়েই মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা ছিল বলে খবর।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর অনুদানে ‘না’! সজলের সন্তোষ মিত্র স্কোয়্যারকে চিঠি ধরাল পুলিশ, তুমুল শোরগোল

শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী, তোরণ ভেঙে পড়ার আধ ঘণ্টা মতো পরে ওই রাস্তা দিয়েই মমতার (Mamata Banerjee) কনভয় ঢোকে। এদিকে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে বলে খবর। আহতদের নাম বিশ্বনাথ সরকার এবং অসিতবরণ সর্দার। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে একজন সরকারি কর্মী।

Dhono Dhanyo Auditorium accident before Mamata Banerjee entered

জানা যাচ্ছে, এদিন দুর্ঘটনার পর অডিটোরিয়ামের সকল তোরণ খুলে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা দমকা হাওয়ার কথা বললেও ঠিক কী কারণে ওই তোরণ আচমকা ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি। এর আগে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনেও তোরণ ভেঙে পড়েছিল। সেবার আহত হয়েছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর