বাংলাহান্ট ডেস্কঃ সোমবার থেকেই কলকাতায় চালু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ‘মায়ের রান্নাঘর’। মাত্র ৫ টাকাতেই মিলবে পেট পুরে আমিষ ভোজন ডিম-ভাত থালি। মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত কলকাতার ১৬টি বরোতেই চালু হবে এই খাবার বণ্টন।
৫ টাকার ভরপেট্টা ডিম- ভাত থালির পাশাপাশি থাকছে ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে সবজি এবং ডাল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, স্বাধীনতার পর এই প্রথম গরীবদের জন্য এই ভরপেটের আমিষ খাবারের সরকারিভাবে বন্দোবস্ত করা হচ্ছে।
স্বয়ং মুখ্যমন্ত্রী ভারচুয়ালিভাবে সোমবার বিকেল ৩ টে নাগাদ একসঙ্গে ১৬ টি বরোতেই এই খাবারের আয়োজনের সূচনা করবেন। গত ৮ ই ফেব্রুয়ারী বাজেট পেশে, গরীবদের জন্য রান্না খাবার চালু করার ঘোষণা করার পর ১৬ তারিখ থেকেই তা চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
এপ্রসঙ্গে প্রকল্পের দায়িত্বে থাকা প্রশাসক দেবাশিস কুমার জানিয়েছেন, ‘মরশুম অনুযায়ী সবজি থাকবে ডিমের সঙ্গে এই থালিতে। তবে বরো এলাকার যেকোন একটি নিদির্ষ্ট জায়গা থেকেই এই খাবারের থালি বিলি করা হবে’।
করোনা আবহে স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল কিন্তু বাদ যায়নি। প্যাকেট প্যাকেট করে চাল, ডাল, আলু পৌঁছে দেওয়া হয়েছে পড়ুয়াদের বাড়ি বাড়ি। ছাত্রছাত্রীদের বাড়িতে মিড ডে মিল পৌঁছে দেওয়ার পর, গরীব মানুষদের খাবারের ব্যবস্থা করল রাজ্য সরকার। নির্বাচনের আগে এবার এই ভরপেট্টা ডিম-ভাত থালির ব্যবস্থা করে, নিজের ভোট ব্যাঙ্ক ঠিক রাখার প্রচেষ্টা করছে, বলেও কটাক্ষ করেছে বিরোধীরা।