পুজোর আগেই সুখবর! প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দিল রাজ্য সরকার, খুশিতে আত্মহারা মানুষজন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর ঢাকে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) আর মাত্র দু’মাস বাকি। ইতিমধ্যে পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। পুজোর এই চার দিনকে ঘিরে মানুষের কত আশা-আকাঙ্খা। এই দূর্গোৎসবকে কেন্দ্র করে একদিকে মানুষের কেনাকাটা যেমন বাড়ে তেমনই ব্যবসা, শিল্প ও চাকরির সঙ্গে জড়িত থাকা রাজ্যের সাধারণ মানুষদেরও অর্থপ্রাপ্তি ঘটে।

এরই মাঝে এবার বিরাট সুখবর। পুজোকে কেন্দ্র করে মানুষের অর্থসংস্থানের বিষয়টিকে মাথায় রেখেই এবার নয়া উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। পুজোর আগেই বাংলার বুকে দুটি পাইকারি পোশাকের হাট চালু করল রাজ্য (State Government)।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের পর থেকেই রাজ্যে বিভিন্ন দফতরের নিয়োগে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মাঝে ফের পোশাকের হাট নিয়ে হাজির হল রাজ্য সরকার। সরকারের এই উদ্যোগের সঙ্গে বাংলার যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার দরজা খুলে গেল।

আরও পড়ুন: সরকারি কর্মীর মৃত্যুতে চাকরি পাওয়া সন্তানের বংশগত অধিকার নয়! ঐতিহাসিক রায় হাইকোর্টের

জানিয়ে রাখি হাওড়া ও মেটিয়াবুরুজে এই দুটি ‘পাইকারি পোশাকের হাট’ চালু করা হয়েছে। বুধবার হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অঙ্কুরহাটি এলাকায় উদ্বোধন করা হয়েছে ‘সৃজন গ্রুপ গ্লোবাল হাট।’ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এই হাটের উদ্বোধন করেন।

firhad hakim 2

এই হাটের মাধ্যমে রাজ্যে পোশাক শিল্পের প্রসার ঘটবে। এগুলি থেকে রাজ্যের সাধারণ মানুষজন সস্তায় পোশাক কিনতে পারবেন। পাশাপাশি , আদানপ্রদান বাণিজ্যের মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুন: লোকাল ট্রেনে ধুন্ধুমার! সহযাত্রীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ায় মর্মান্তিক পরিণতি, দেখুন ভিডিও

এই দুটি হাটই শীততাপ নিয়ন্ত্রিত। দুর্গাপুজোর আগে এই সময়ে রাজ্যে পোশাকের চাহিদা থাকে তুঙ্গে। তাই এই আবহে এই হাট খুলে যাওয়ায় একদিকে বিক্রিবাটা বাড়বে ও রোজগারের বাড়বে। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে স্বাভাবিকভাবেই এই নিয়ে আলোর দিশা দেখছেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগে বেজায় খুশি তারা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X