তাঁর জামানার ৫ লক্ষ OBC কার্ড বাতিল, হাইকোর্টের রায় মানিনা! সাফ জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্ক: হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর এবার বাতিল হচ্ছে লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট (OBC Certificate)। এই নির্বাচনী আবহেই এবার ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের এমন ঐতিহাসিক রায় সামনে আসতেই নির্বাচনী প্রচার সভা থেকে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার খড়দহের নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই মমতার হুঙ্কার ‘রায় আমি মানি না’। এদিন হাইকোর্টের রায়ের তীব্র বিরোধিতা করেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন,’আদালতের রায় মানি না। ওবিসি ‘সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে। যে রায় আদালত দিয়েছে সেই রায় আমরা মানি না। এটা বিজেপির রায়। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে।’

   

এরপরেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে বেশ ঝাঁঝালো জবাবে মুখ্যমন্ত্রী বলেন,’কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে চলেছেন তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনও হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। আজ শুনলাম কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল। আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না’।

এরপরেই সন্দেশখালি কাণ্ডের প্রসঙ্গ টেনে নাম না করেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন নির্বাচনকে সামনে রেখেই নাকি এসব নিয়ে খেলা খেলছে বিজেপি। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘যারা ভোটের আগে এসব নিয়ে খেলা করছে। সন্দেশখালি নিয়ে করলেন। চক্রান্ত ফাঁস হয়ে গেল। দাঙ্গা নিয়ে করলেন। সেই চক্রান্তও ফাঁস হয়ে গেল। এখনও হিন্দু-মুসলমানে ভাগ করার কথা মাথায় ঘুরছে। এটা সাংবিধানিক অধিকার। ওবিসিদের সংবিধানের কাঠামোর মধ্যে থেকে রিজার্ভেশন করা হয়েছে।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে আর্জি! সাধু বিরোধী মন্তব্য করে ঘোর বিপাকে মমতা

এদিন এই ঐতিহাসিক রায় দিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে,২০১০ পরবর্তী অর্থাৎ ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। তার ফলে এক ধাক্কায় বাতিল হবে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। এপ্রসঙ্গে ডিভিশন বেঞ্চের দাবি, ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেটগুলি নাকি বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি।

mamata hc 2

তবে এই শংসাপত্র বাতিল করার নির্দেশ দেওয়া হলেও নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না। অর্থাৎ এই শংসাপত্র কাজে লাগিয়ে যারা চাকরি করছেন আদালতের এই রায়ের তাদের চাকরি হারানোর ভয় নেই বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।তবে এদিনের রায়ে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। তবে ২০১০ সালের আগের সমস্ত ওবিসি সার্টিফিকেট বৈধ থাকছে বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর