বাংলা হান্ট ডেস্ক: গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার কছেই দত্তপুর গ্রামে জনসংযোগে যান। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। এরপর ছোট্ট চায়ের দোকানে ঢুকে, সেখানে গিয়ে নিজের হাতে চা’ও বানান মমতা। সেই চা পরিবেশনও করেন তিনি। এবার ফের তেমন ভাবেই সোমবার বর্ধমানের প্রশাসনিক বৈঠক সেরে সোজা বর্ধমানের আলিয়া বৈকুন্ঠপুরের আদিবাসীদের গ্রামে চলে গেলেন মুখ্যমন্ত্রী।
সেখানে গিয়ে গ্রাম ঘুরলেন মমতা, গ্রামের মানুষদের সাথে কথাবার্তা বললেন তিনি। তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথাও তিনি শুনলেন। জানা গেছে সেসব অভিযোগের বেশিরভাগই ছিল বাড়ি, রাস্তা ও পাণীয় জলের সমস্যা। এদিন আদিবাসীদের সমস্যার কথা শুনে, তাদের গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব বেশ কয়েকটি বাড়ি তৈরির জন্য জেলাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি তিনি অতি দ্রুত গ্রামের অপ্রীতিকর রাস্তা সাড়ানোরও নির্দেশ দেন। শুধু তাই নয় গ্রামের পাণীয় জলের সমস্যার যাতে দ্রুত দূর করা সম্ভব হয় তারও ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী গ্রামে যাওয়ার আগে স্থানীয় একটি স্কুলে গিয়ে মমতা স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। মিড ডে মিল, সরকারের দেওয়া বই, ব্যাগ, জুতো সকল ক্ষেত্রেই পড়ুয়ারা ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, কথা বলেন সরকারি পড়ুয়াদের সাথেও।