মাধ্যমিক পাশ করলেই লটারি! পড়ুয়ারা পাবে স্মার্টফোন, শর্ত সহ বিরাট ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে (Loksabha Election) ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (State Budget 2024) পেশ করলেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেটে একের পর এক ধামাকা। মমতা সরকারের প্রতিটা ঘোষণাই চমকের চাইতে কিছু কম না। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Candidate) জন্য বিরাট সুখবর দিল সরকার।

প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে পেশ করে জানান, মাধ্যমিক পাশের পরই পড়ুয়ারা হাতে পাবে স্মার্টফোন (Smartphone)। যদিও তার জন্য পড়ুয়াদের একটি শর্ত মানতে হবে। এর আগেও রাজ্যের পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প, সুবিধার ব্যবস্থা করেছে রাজ্য। আর এবার রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন ঘোষণা মমতা সরকারের। মাধ্যমিক পাশের পরই পড়ুয়ারা হাতে পাবে নতুন স্মার্টফোন। তবে রয়েছে একটি শর্ত।

বৃহস্পতিবার রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হতে হবে। স্কুলে ভর্তি হলে অর্থাৎ মাধ্যমিক পাশের পরও পড়াশোনা চালিয়ে গেলে তবেই স্মার্টফোন পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগেও লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত একাধিক প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্যের সরকার। যার ‘সুফল’ও পেয়েছিল সরকার। আর এবার লোকসভা ভোটের আগেও রাজ্য সরকারের বাজেট যেন উপহারের ডালি। ভোটের আগে সকলকে খুশি করতে কল্পতরু মমতা।

এছাড়াও রাজ্য বিধানসভা বাজেটে দ্বিগুন করা হয়েছে লক্ষীর ভাণ্ডারের টাকা। লোকসভা ভোটের আগে এক ধাক্কায় দ্বিগুন বাড়ানো হয়েছে লক্ষীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা। অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।’ ভোটের মুখে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটাতে মমতা সরকারের মাস্টারস্ট্রোক।

mamata f

আরও পড়ুন: ‘বাচ্চাদের হাতে বন্দুক’, ‘রাতে মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে’, ফুঁসছে সন্দেশখালির মহিলারা

ওদিকে ফের ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। যা মার্চ মাস থেকে কার্যকর হবে। বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা ১০০০ টাকা বাড়ানো হয়েছে। রাজ্য সরকার চালু করছে ‘কর্মশ্রী’নামের নয়া প্রকল্প। যার মাধ্যমে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর