সাইকেলপ্রেমীদের জন্য সুখবর; কলকাতায় সাইকেল লেন তৈরি করার পরিকল্পনা মমতার সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে যতদূর সম্ভব সোস্যাল ডিস্টেন্স মেনে চলাই বিধেয়৷ তাই লকডাউন ও পরবর্তী সময়ে শহর কলকাতার (kolkata) পথে বেড়েছে সাইকেল (cycle)। তাই এবার তিলোত্তমায় সাইকেল লেন তৈরির পরিকল্পনা করল মমতা সরকার (mamata government) ।

images 2020 06 27T185654.852

পৃথিবীতে প্রতিদিনই বাড়ছে দূষন। কলকাতা সহ সব বড় শহরেই দূষণের পরিমান মাত্রা ছাড়া। আর এই দূষণের অন্যতম কারন গাড়ি থেকে নির্গত ধোঁয়া৷ অথচ শহরে সাইকেল নিয়ে চলাচলের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই৷ সাইকেল নিয়ে চলাচল করলে শারিরীক সক্ষমতা যেমন বাড়ে তেমনই কমে শব্দ ও বায়ু দূষন। এবার তাই শহরের রাস্তায় সাইকেল লেন তৈরির কথা জানালেন কলকাতা কর্পোরেশন এর প্রশাসক ফিরহাদ হাকিম।

জানা যাচ্ছে, কলকাতার রাস্তায় সাইকেলের আলাদা লেন কীভাবে করা যেতে পারে তার নকশা তৈরি করতে এই ব্যাপারে বিশেষজ্ঞ একটি সংস্থাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ৫ মাসের মধ্যে নকশা প্রস্তুত হয়ে যাবে বলে জানা যাচ্ছে। কলকাতা শহরের ৬০ টি রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন হতে পারে।

প্রসঙ্গত, পরিবেশবান্ধব যান হিসেবে অনেক দিন থেকেই কলকাতার রাস্তায় সাইকেলের ব্যবহারের দাবি করে এসেছেন পরিবেশপ্রেমীরা। এবার তাদের সেই চাহিদা পূরন হতে চলেছে। কলকাতার রাস্তায় সাইকেল চললে যেমন কমবে দূষন পাশাপাশি যানযট থেকেও কিছুটা মুক্তি মিলবে বলেই মনে করছে শহর বাসীরা।

সম্পর্কিত খবর