‘অপেক্ষা করুন, সুখবর দেব’…নয়া চমক নিয়ে বড়সড় মন্তব্য মমতার, উচ্ছ্বসিত রাজ্যবাসী

বাংলাহান্ট ডেস্ক : জয়নগরে প্রশাসনিক সভা থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা নিয়ে দিলেন বড় বার্তা। ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রচার লড়াইয়ে তৃণমূল যে সরকারি প্রকল্পগুলোকেই হাতিয়ার করছে তা ফের একবার পরিষ্কার হয়ে গেল। আজ বারবার মুখ্যমন্ত্রীর বক্তৃতায় ঘুরে ফিরে এসেছে একাধিক সরকারি প্রকল্পের কথা।

বার্ধক্য ভাতার উপভোক্তারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন তা নিয়েও মুখ্যমন্ত্রী আজ মুখ খোলেন। মুখ্যমন্ত্রী আজ জয়নগর থেকে বলেন, ” কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, রাজ্য সরকার দেবে বার্ধক্য ভাতা।” সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত রবিবার ডায়মন্ড হারবারের মানুষদের দেওয়া হয় বার্ধক্য ভাতা।

আরোও পড়ুন : এবার মিলবে ভুরি ভুরি চাকরি! নয়া উদ্যোগ রাজ্যের, মোদীর মতোই সেমিকন্ডাক্টর তৈরিতে জোর মমতার

এই ভাতা পাচ্ছেন প্রায় ৭৬ হাজার মানুষ। রবিবার অভিষেক বলেন, তাঁর এলাকার মানুষদের তিনি আজীবন বয়স্ক ভাতা দেবেন। রাজ্য সরকার কিছুদিনের মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া চালু করবে বলে জানান তিনি। প্রতিশ্রুতি মতো তিনি ডায়মন্ড হারবারের মানুষদের জন্য এই সুবিধা চালু করলেন।

আরোও পড়ুন : সহজেই যাওয়া যাবে লাক্ষাদ্বীপ, চালু হচ্ছে বিমানবন্দর! মালদ্বীপ নিয়ে সংঘাতের আবহেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বলতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী বলেছেন, “এখনো যাদের নাম লক্ষীর ভান্ডারে ওঠেনি তাদের আগামী কয়েকদিনের মধ্যেই সুখবর দেব আমরা। টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরেও যারা এই প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের টাকা আমরা দেব।”

mamata pension

আজ মুখ্যমন্ত্রী আরও বলেন, “বকেয়া কোটি কোটি টাকা আমাদের দিচ্ছে না কেন্দ্র। ৭৬টা দল এসেছে। তাও টাকা আটকে রেখেছে। আমি নিজেও বৈঠক করেছি প্রধানমন্ত্রীর সাথে।” পাশাপশি মুখ্যমন্ত্রী জানান, জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে সব বাড়িতে পোঁছে যাবে জল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর