‘…মানতেই পারিনি’, বিয়ে হওয়ার কথা ছিল একসময়, মিঠুন দাদাসাহেব ফালকে পাওয়ায় স্মৃতি হাতড়ালেন মমতা শঙ্কর

বাংলাহান্ট ডেস্ক : জাতীয় মঞ্চে আরো একবার বাঙালির মুখ উজ্জ্বল করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দীর্ঘ এক দশক পর দাদাসাহেব ফালকে পুরস্কার আসছে বাংলায়। চলচ্চিত্র জগতের এই সম্মানীয় পুরস্কার উঠতে চলেছে মিঠুনের (Mithun Chakraborty) হাতে। সুখবরে সকাল থেকেই উচ্ছ্বসিত টলিউড। আর এবার আনন্দ প্রকাশ করলেন অভিনেত্রী মমতা শঙ্কর। মহাগুরুর প্রথম ছবিতে যে নায়িকা ছিলেন তিনিই।

মিঠুনের (Mithun Chakraborty) সুখবরে উচ্ছ্বসিত মমতা শঙ্কর

দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন (Mithun Chakraborty)। কিন্তু মমতা শঙ্করের কথায়, তাঁর মনে হচ্ছে যেন অ্যাওয়ার্ডটা তিনিই পেয়ে গিয়েছেন। এই খবরে মন ভালো হয়ে গিয়েছে অভিনেত্রীর। দাদাসাহেব ফালকে সম্মানের প্রকৃত যোগ্য প্রাপক মিঠুন (Mithun Chakraborty), এমনটাই মত মমতা শঙ্করের। সুখবরটা পেয়ে মৃগয়া ছবির কিছু স্মৃতিও মনে ভেসে উঠেছে তাঁর।

আরো পড়ুন : অনেক হল ভ্যানিলা-চকোলেট, পুজোর বাজার গরম করতে হাজির বিরিয়ানি কেক! চেখে দেখবেন নাকি?

মৃগয়ার স্মৃতিচারণা করলেন অভিনেত্রী

মৃগয়া নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, তিনি প্রথমটা মিঠুনকে (Mithun Chakraborty) ‘ঘিনুয়া’ রূপে মানতেই পারেননি। অভিনেতাকে তার আগেই তিনি ৩২ ইঞ্চি বেলবটস, লাল গেঞ্জির সঙ্গে জ্যাকেট পরা লুকে দেখেছিলেন। তাই ওই মিঠুনকে (Mithun Chakraborty) ঘিনুয়া রূপে একেবারেই মেলাতে পারছিলেন না মমতা শঙ্কর। কিন্তু ধন্য পরিচালক মৃণাল সেন আর তাঁর চোখ!

আরো পড়ুন : মাত্র এই কটা টাকা! জীবনের প্রথম উপার্জন কাকে দিয়েছিলেন রণবীর? চমকে দেবে নামটা

ঘিনুয়া রূপে মিঠুন

মমতা শঙ্কর জানান, ছবির চিত্রনাট্যের জন্য যখন মিঠুনকে (Mithun Chakraborty) সাজানো হয় তখন তাঁর ঘাড় অবধি লম্বা চুল কেটে দেওয়া হয়েছিল। খাটো ধুতি পরে, গায়ে চাদর দিয়ে হাতে একটি লাঠি নিয়ে মিঠুনকে (Mithun Chakraborty) দেখে মমতা শঙ্কর বুঝেছিলেন যে তাঁকে ছাড়া ঘিনুয়া আর কেউ হতেই পারে না।

Mithun Chakraborty

প্রসঙ্গত, মৃগয়া ছবিতে প্রথম বার জুটি বেঁধেই বাস্তবেও সম্পর্ক গভীর হয়েছিল মিঠুন এবং মমতা শঙ্করের। শোনা যায়, পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরা। এমনকি বিয়েও ঠিক হয়েছিল তাঁদের। কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। উল্লেখ্য, শোনা যায় চন্দ্রদয় ঘোষের সঙ্গে আগে থেকেই সম্পর্কে ছিলেন মমতা শঙ্কর। শেষমেষ তাঁকেই স্বামী হিসেবে বেছে নেন অভিনেত্রী মমতা শঙ্কর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর