শেয়ার বাজারে ধস নেমে মোদি সরকার পড়ে যাচ্ছিল, টাকা চেয়ে ফোন করা হয়! বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্ক : কাঠগরায় আদানি গোষ্ঠী (Adani Group)। কারচুপি এবং জালিয়াতির অভিযোগ নিয়ে উত্তাল দেশ। অস্থির অবস্থা শেয়ার বাজারেরও। এই পরিস্থিতিতেই বুধবার কেন্দ্রীয় বাজেটে একাধিক ঘোষণা হয়েছে (union Budget 2023)। তবে নিম্নবিত্তের জন্য তেমন কোনও ঘোষণা না করা হলেও, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এই প্রসঙ্গেই কেন্দ্র সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করেন মমতা। সেখান থেকেই কেন্দ্রকে নিশানা করেন তিনি। এ দিন মমতা বলেন, ‘গতকাল কেন্দ্র একটি বাজেট করেছে। বেকারদের জন্য একটি কথাও বলেনি। খরচ করেনি একটি শব্দও। ভোট এলে বলে ২ কোটি চাকরি দেব, মিটে গেলে চাকরি খেয়ে নেয় সব। শিল্প বন্ধ। কাল প্রায় সরকার পড়েই যাচ্ছিল।’

 gautam adani

এদিন মমতা আরও বলেন, ‘শেয়ার বাজারে ধস নেমেছিল। টাকার জন্য অনুরোধ জানিয়ে ফোন করে ছ’-আট জনকে। কারও কাছে ২০ হাজার কোটি, কারও কাছে ৩০ হাজার কোটি, কারও কাছে ১০ হাজার কোটি টাকা চাওয়া হয়। বলা হয় শেয়ার কিনতে। যাদের শেয়ার পড়ে যাচ্ছিল, টাকা দিতে বলা হয় তাদের। কাদের ফোন করা হয়েছিল, নাম জানি আমরা। কিন্তু নাম বলে পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারি না!’

প্রসঙ্গত, লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। করফাঁকি থেকে শুরু করে একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে ব্যাবসা, বিরাট অংকের ঋণের তথ্য লুকনোর অভিযোগ ওঠে। বলা হয়, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই থেকেই শেয়ার বাজারে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি। সেরা ১০ ধনকুবেরের তালিকার বাইরে চলে গিয়েছেন তিনি।

Sudipto

সম্পর্কিত খবর