৩ অফিসার বদলি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ, মোদি সরকারের বিরুদ্ধে টুইট বোমা মমতার

মোদি সরকারের (modi government) বিরুদ্ধে রণং দেহি মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ৩ আইপিএস বদলির প্রসঙ্গে টুইট বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী। টুইট করে তিনি বলেন, বাংলার ৩ আইপিএস বদলি করে রাজ্যের অধিকার খর্ব করেছে কেন্দ্র সরকার। এতে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানা হয়েছে। কেন্দ্র সরকার নির্লজ্জ ভাবে এতে হস্তক্ষেপ করছে।

bjp calling Subrata, Anubrata to join the team! Mamata Banerjee

ঘটনার পর, ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলা চালানো হয় জেপি নাড্ডার (J P Nadda) কনভয়ে। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। আহত হন কৈলাস বিজয়বর্গী সহ একাধিক বিজেপি নেতা-কর্মী।

নাড্ডার উপর হামলার পর বিজেপি আক্রমণাত্বক হলে মমতা ব্যানার্জীও পাল্টা আক্রমণ করেন। মমতা ব্যানার্জী এই হামলাকে নাটক বলে আখ্যা দেন আর বলেন, এত কড়া সুরক্ষার মাঝে কেউ কীভাবে ঢুকে হামলা করতে পারে? মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন, শিরোনামে থাকার জন্য বিজেপি নিজেদের উপর হামলা করাচ্ছে।

এই ঘটনার পরেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। ডেকে পাঠানো হয় রাজ্যের অফিসারদের। যদিও রাজ্যের তরফে আইপিএস ও আইএএস অফিসার কম থাকার অজুহাত দিয়ে তাদের পাঠানো হয় নি। এরপরেই দ্বায়িত্বে থাকা ৩ অফিসারকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়েছেন  ভূপেশ বাঘেল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও জিএমকে নেতা এম কে স্ট্যালিনকে। বাংলার ইস্যুতে বিরোধীদের এই একসুরে কথা বলায় মুখ্যমন্ত্রী তাদের ধন্যবাদ জানিয়েছেন।


সম্পর্কিত খবর