মমতার বড় ঘোষণা, তৃণমূল ক্ষমতায় ফিরলে আজীবন ফ্রিতে স্বাস্থ্য পরিষেবা পাবে বাংলার মানুষ

বাংলাহান্ট ডেস্কঃ ২১ শে জুলাই, তৃণমূলের (All India Trinamool Congress) একটি ঐতিহাসিক দিন। তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এই শহীদ দিবসে দাঁড়িয়ে এক বড় ঘোষণা করলেন বাংলার (West bengal) মানুষদের জন্য। করোনার আবহে এবারে আর ধর্মতলায় মঞ্চ থেকে সভা হল না। ভার্চুয়াল মাধ্যমেই এবারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

২১ শে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ
বাংলায় বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে ২১ শে জুলাইয়ের সভা ভার্চুয়াল মাধ্যমেই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ তৃণমূল। প্রথমে আয়োজিত বাংলায় বিজেপির ভার্চুয়াল সভার পথ অবলম্বন করেই এবার সবুজ শিবির শহীদ স্মরণ সারল ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে। সেই মত করা হয়েছিল সমস্ত ব্যবস্থাও।

new 72

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
বাংলার বিরাট সংখ্যক তৃণমূল বাহিনী অপেক্ষায় ছিলেন তৃণমূল নেত্রীর ভাষণ শোনবার জন্য। দুপুর ২ টো বাজতেই অনলাইনেই শুরু হল শহীদ স্মরণের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে, বিনামূল্যে রেশন এবং সেইসঙ্গে স্বাস্থ্য পরিষেবা পাবে গোটা বাংলার মানুষজন।

‘করোনা পরিস্থিতিতে সবার আগে বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়ার ঘোষণা করে, সেইমত ব্যবস্থাও করা হয়েছিল। এবার আমরা আবারও ক্ষমতায় এলে সারাজীবন ফ্রিতে রেশন পাবেন বাংলার মানুষজন’, এমনটাই শোনা গেল মুখ্যমন্ত্রীর কন্ঠে। সেইসঙ্গে আরও বললেন, ‘কেন্দ্রের রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে এবং রাজ্য আরও খরচ করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। তবে ক্ষমতায় আসীন থাকলে, সকলেই বিনামূল্যে রেশন পাবেন’।


Smita Hari

সম্পর্কিত খবর