নিজস্ব প্রতিবেদন : দিঘার সমুদ্রে স্নান করতে নেমে বজ্রাঘাতে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বাসিন্দা বছর ২৭ এর যুবক রাকেশ কোলের। জানা যায় সেদিন দুপুর আড়াইটা নাগাদ প্রবল বৃষ্টি শুরু বয়। সঙ্গে বাজ পড়তে থাকে। বিকট শব্দে বেশ কয়েকটি বাজ পড়ে বলে জানিয়েছেন পর্যটকরা। সেইসময় সমুদ্রের জলে বজ্রাঘাতে বিদ্যুৎস্পৃষ্ট হন রাকেশ কোলে, সুমন কুমার বেরা ও অজিত বেড়া। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাকেশ কোলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সূত্র অনুসারে ডানকুনির রঘুনাথ কলোনি থেকে বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন রাকেশ।স্থানীয় পর্যটকদের অভিযোগ, বাংলা-ওড়িশা সীমান্তে অবস্থিত এই সৈকতে ওড়িশা পুলিসের সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু ওড়িশা পুলিস কোনও সাহায্য না করে সমানে কটূক্তি করেছে।সঠিক সময় হাসপাতালে ভর্তি না হওয়ায় তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয় র।