মাঝরাস্তায় হুজ্জুতি, অ্যাপ ক‍্যাব বুক করে চরম ভোগান্তির শিকার মানালি

বাংলাহান্ট ডেস্ক: আবারো কাঠগড়ায় অ্যাপ ক‍্যাব সংস্থা। কিছু সময় ধরে অ্যাপ ক‍্যাবগুলির (App Cab) দৌরাত্ম‍্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন নিত‍্যযাত্রীরা। রেহাই পাননি তারকারাও। বেশ কিছুদিন আগে হয়রানির অভিজ্ঞতা শেয়ার করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। এবার কিছুটা একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)। মাঝরাস্তায় তাঁকে ক‍্যাব থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এই মুহূর্তে ‘ধুলোকণা’ সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন মানালি। জোকায় শুটিং করতে যেতে হয় তাঁকে। সে জন‍্যই অ্যাপ ক‍্যাব ভাড়া করেছিলেন অভিনেত্রী। বেহালা চৌরাস্তার কাছে হঠাৎ করেই কয়েক জন চড়াও হয় তাঁর ক‍্যাবের উপরে। নেমে যেতে বলা হয় মানালিকে।

Manali app cab 1
মানালি পালটা প্রশ্ন করেন, খামোকা নামবেন কেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, অ্যাপ ক‍্যাবের নাকি ধর্মঘট চলছে। তাই রাস্তায় গাড়ি বের করা যাবে না। মানালি জানান, ক‍্যাব বুক করার সময় তাঁকে সংস্থার তরফে কিছুই জানানো হয়নি এ ব‍্যাপারে। উত্তরে তাঁকে শুনতে হয়, “এখন বলছি, নেমে যান”।

মানালির কোনো ওজর আপত্তিই শোনেননি তারা। পুরো ঘটনাটাই কিছু সময়ের জন‍্য লাইভ ভিডিওতে তুলে ধরেছেন অভিনেত্রী। পরে অবশ‍্য তিনি জানিয়েছেন, স্টুডিওতে পৌঁছে গিয়েছেন। যারা চিন্তা করছিলেন, সাহায‍্য করেছেন তাদের ধন‍্যবাদ দিয়েছেন মানালি। সেই সঙ্গে তিনি সতর্ক করেছেন, অ্যাপ ক‍্যাবের মাধ‍্যমে সফর করার সময়ে সাবধানে থাকতে।

সংবাদ মাধ‍্যমের কাছেও ক্ষোভ উগরে দেন মানালি। তিনি জানান, এখন ক‍্যাব বুক করলেই চালকের কাছে হাজারো জবাবদিহি করতে হয়। গন্তব‍্য কোথায়, সঙ্গে নগদ টাকা আছে নাকি অনলাইনে ভাড়া মেটানো হবে সব উত্তর দিতে হয়। যদি চালকের পছন্দ মতো হয় সবকিছু তবেই তিনি যেতে রাজি হন। তাই এখনো ক‍্যাব বুক করে চালককে আগে থেকে গন্ত‍ব‍্য জানান না মানালি।


Niranjana Nag

সম্পর্কিত খবর