দেশের প্রথম ক্রিকেটার হিসেবে কৃষক আন্দোলনে সামিল হলেন পাঞ্জাব দলের অধিনায়ক

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষি বিল আইন পাস করা হয়েছিল। তখন থেকেই এই নতুন কৃষি আইন নিয়ে দেশের কৃষকদের একাংশ অসন্তুষ্ট ছিল। এবার সেই অসন্তুষ্ট কৃষকদের দল সরাসরি দিল্লি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। মূলত পাঞ্জাব এবং হরিয়ানার বেশকিছু কৃষক এই কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছে। ইতিমধ্যে তারা দিল্লিতে গিয়ে নানাভাবে আন্দোলন শুরু করেছেন। দিল্লিতে এই মুহূর্তে প্রবল ঠান্ডা তবে এই সমস্ত কিছু অপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

https://twitter.com/mandeeps12/status/1336519343488655360?s=20

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং অত্যাচারের অভিযোগ ওঠে। তারপর থেকে পাঞ্জাবের বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াবিদ কৃষকদের পাশে থাকার ঘোষণা করেন। তারা সকলেই কৃষকদের আন্দোলনের মাঝে গিয়ে কৃষকদের সমর্থন জানায়। এমনকি পাঞ্জাবের প্রায় 150 জন ক্রীড়াবিদ নিজেদের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছিন বিখ্যাত কুস্তিগীর দ্য গ্রেট খালি। এছাড়াও ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংহ কৃষকদের দাবি না মানলে নিজের খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন।

https://twitter.com/mandeeps12/status/1336332440646782978?s=20

এবার প্রথম ক্রিকেটার হিসেবে কৃষক আন্দোলনকে সমর্থনকে জানিয়ে কৃষকদের পাশে দাঁড়ালেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের সদস্য তথা পাঞ্জাব রঞ্জি দলের অধিনায়ক মনদীপ সিং। দাদা হরবিন্দর সিং এর সঙ্গে দিল্লির সীমানায় গিয়ে কৃষক আন্দোলনে সামিল হন ক্রিকেটার মনদীপ সিংহ। তিনি জানিয়েছেন, “আমার বাবা একজন কৃষক দরদি মানুষ ছিলেন। তিনি আজীবন কৃষকদের পাশে থেকেছেন। কয়েকদিন আগে উনার মৃত্যু হয়েছে নাহলে উনিও হয়তো এই আন্দোলনে মালিন হতেন।”


Udayan Biswas

সম্পর্কিত খবর