মুক্তির পথ খুঁজতে সংশোধনাগারে বসে দিনরাত গবেষণা! চার্জশিট হাতে উপায় খুঁজছেন বন্দি মানিক

বাংলা হান্ট ডেস্ক : এখন পড়াশুনো শুরু করেছেন তিনি। হাতে রয়েছে চার্জশিটের কপি। কম্বলের বিছানার পাশে ছড়ানো ছেটানো রয়েছে একাধিক আইনের বই। আইনের প্যাঁচ থেকে নিজেকে আর পরিবারের লোকেদের ছাড়াতে এবার সারাদিনই সেলের ভিতরই ‘পড়াশোনা’য় মগ্ন হলেন নিয়োগ দুর্নীতির অভিযুক্ত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।

গত কয়েকমাস ধরেই তিনি নিজে প্রেসিডেন্সি জেলে বন্দি। এর পর ইডির হাতে গ্রেফতার হয়ে সংশোধনাগারে যান মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিক ভট্টাচার্য। স্ত্রী শতরূপাও বন্দি হয়ে রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। কারা সূত্রের খবর, একের বাইশ সেলের বারো নম্বর ঘরে রয়েছেন মানিক।

নিয়োগ দুর্নীতির অন‌্য অভিযুক্ত পার্থ চট্টোপাধ‌্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিক ও আরও কয়েকজন এখন সেলে রয়েছেন। তবে তাপস মণ্ডল, শান্তনু বন্দ্যোপাধ‌্যায়ের মতো সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কয়েকজন অভিযুক্তকে এখন সেল থেকে ওয়ার্ডে রাখা হয়েছে।

manik bhattacharya
সেলে যে বন্দিরা রয়েছেন, কিছুক্ষণ সময়ের জন‌্য তাঁরা সেলের সামনের চত্বরে ঘুরে বেড়াতে পারেন। জানা গিয়েছে, ইডির অভিযুক্ত মানিক ভট্টাচার্য সংগ্রহ করেছেন চার্জশিটের কপি। তাঁর বিরুদ্ধে পেশ হওয়া ইডির চার্জশিটের কপি ছাড়াও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে পেশ হওয়া অতিরিক্ত চার্জশিটের কপিগুলিও ঘনিষ্ঠদের মাধ‌্যমে সংগ্রহ করেছেন তিনি। একই সঙ্গে জোগাড় করেছেন আইনের বইও। জেলের অন‌্য সহ বন্দিদেরও জানিয়েছেন, যেহেতু তিনি নিজে আইনজ্ঞ ও আইন কলেজের প্রাক্তন অধ‌্যক্ষ, তাই নিজেই আইনের লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

একজন অভিযুক্ত হিসাবে তিনি সওয়াল করবেন না, কিন্তু তাঁর ও তাঁর পরিবারের লোকেদের জামিনের ব‌্যবস্থা করার জন‌্য আইনজীবীদের ‘পথের দিশা’ দেখাতে চান। তার জন‌্যই চার্জশিটের কপি ও আইনের বই নিয়ে দিনরাত ধরে পড়াশোনা করছেন।

মানিক ভট্টাচার্যর কয়েকটি সেল পরই রয়েছেন তাঁর ছেলে শৌভিক। দিনের মধ্যে কয়েকবার সেল থেকে বের হওয়ার সময় বাবা ও ছেলের দেখা হয়। এই ব‌্যাপারে তাঁর ছেলে শৌভিকের সঙ্গেও মানিক আলোচনা করেছেন বলে জানা যায়।


Sudipto

সম্পর্কিত খবর