২৬/১১ -এর মুম্বাই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে চাননি মনমোহন সিংঃ বারাক ওবামা

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি নিজের স্মৃতিকথায় লেখা বিভিন্ন বিষয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (barack obama)। এই বইয়ে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh), বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিষয়েও নিজের অভিমত লেখেন।

মনমোহন সিং-র কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন ওবামা
‘A Promised Land’- শীর্ষক বইয়ে নিজের স্মৃতিকথায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমণ করার পর কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। ওবামা দাবি করেছেন, ‘২৬/১১ -এর মুম্বাই হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং পকিস্তানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। তিনি ভেবেছিলেন দেশে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, যা বিজেপিকে এগোতে অনেকটাই সাহায্য করবে’।

115508751 hi064267536

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মনমোহন সিং প্রসঙ্গে কংগ্রেসকে আবারও আক্রমণ করে বলেন, ‘মনমোহন সিং জনপ্রিয়তার কারণে ভারতের প্রধানমন্ত্রীর আসন লাভ করেননি। সোনিয়া গান্ধী তাঁকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছেন’।

রাহুলের বিষয়ে অভিমত
নিজের স্মৃতিকথায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নার্ভাস নেতা বলে ওবামা বলেছিলেন, ‘রাহুল গান্ধী একজন নার্ভাস এবং অগোছালো প্রকৃতির ব্যক্তি। তিনি এমন একজন ছাত্র, যে নিজের পড়াশুনার মাধ্যমে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তবে তাঁর মধ্যে হয় নতুন বিষয় বোঝানোর ক্ষমতা কম, কিংবা তত্‍পরতার অভাব থেকে গিয়েছে’।

সমালোচনার শিকার হল ওবামা
এই ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘কুয়োর ব্যাঙ’ বলে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেছেন, ‘আমাদের নেতা রাহুল গান্ধী সম্পর্কে কোন মন্তব্য করার আগে অন্তত দুবার ভেবে নেবেন। রাহুলের নামে কোন মন্তব্য করার আগে তাঁর সঙ্গে ব্যক্তিগত বা ভার্চুয়ালভাবে কথা বলে দেখতে পারেন। বাস্তবের মধ্যে থাকুন। পারলে আপনার ওই ‘কুয়োর ব্যাঙের মানসিকতা’ থেকে বেরিয়ে জগতটাকে দেখুন’। পাশাপাশি ওবামাকে আক্রমণ করেছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতও।

Smita Hari

সম্পর্কিত খবর