বাংলা হান্ট ডেস্কঃ আজ চণ্ডীগড়ে বিজেপির বিধায়ক দলের বৈঠক হল। এই বৈঠকে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ওনাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। বিজেপির বিধায়ক দলের নেতা মনোহর লাল খট্টর আগামীকাল দীপাবলির শুভ অবসরে মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন। মুখ্যমন্ত্রীর সাথে উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা এবং আরও পাঁচজন ক্যাবিনেট মন্ত্রী শপথ নেবেন।
Union Minister Ravi Shankar Prasad: We will go to meet the Governor, and request him to invite us to form the government. #HaryanaAssemblyPolls pic.twitter.com/lvy8vgQGM5
— ANI (@ANI) October 26, 2019
বিধায়ক দলের নেতা নির্বাচিত করার জন্য মনোহর লাল খট্টর সবাইকে ধন্যবাদ জানান। উনি বলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি সবাইকে আশ্বস্ত করছি যে, গত পাঁচ বছরের মতো এবারেও একটি সৎ এবং নিষ্ঠাবান সরকার হবে। যারা সমর্থন দিয়েছেন, এবং আমাদের সব মন্ত্রীদের একসাথে নিয়ে চলার সংকল্প নিলাম। কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘোষণা করেন যে, মনোহর লাল খট্টর সর্বসম্মতিতে বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। মনোহর লাল এর নাম বিজেপি নেতা অনিল বৈজ আর কুয়রপাল গুর্জর প্রস্তাব দেন।
Manohar Lal Khattar likely to take oath as Chief Minister of Haryana for a second term tomorrow. pic.twitter.com/t0P72QIb1b
— ANI (@ANI) October 26, 2019
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি গোপাল কাণ্ডার থেকে সমর্থন নেবেনা। মনোহর লাল খট্টর আড়াইটে নাগাদ সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাবে। উনি এও জানান যে, সরকারে একটাই মুখ্যমন্ত্রী হবে। রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপির কাছে ৪৬ জন বিধায়কের সমর্থন আছে। বিজেপির ৪০, জেজেপির ১০ ও ছয়জন নির্দলীয় বিধায়ক।