পাকিস্তানের উপর ভরসা নেই, কিন্তু প্রথম গুলি আমরা চালাব না! ভারত-পাক সম্পর্ক নিয়ে বড় বয়ান নারাভানের

বাংলাহান্ট ডেস্কঃ দুদিনের কাশ্মীর সফরে গিয়ে জম্মু ও কাশ্মীরের (jammu kashmir) লেফটেনান্ট গভর্নর মনোজ সিংহার সঙ্গে দেখা করলেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে (Manoj Mukund Naravane)। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের (pakistan) সঙ্গে যুদ্ধবিরতি থাকার মাঝেই, অল্প কিছু পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে কাশ্মীরে। সেইকারণে নিয়ন্ত্রণরেখা বরাবর সুরক্ষা বলয়গুলি আরও একবার ভালো করে পরখ করে দেখলেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে।

পাকিস্তানের উপর ভরসা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের উপর যদি ভরসা করতে বলা হয়, তবে তা খুবই মুসকিল হবে। আর এই কাজ দ্রুত সম্ভব নয়, অনেকটাই সময় লাগবে এর জন্য। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যা সমীকরণ, তা রাতারাতি বদলে যাবার নয়। তবে যদি যুদ্ধ বিরতি জারি রাখা যায় এবং পাকিস্তান জঙ্গি দমনে সক্ষম হয়, তাহলে কিছুটা চিন্তা করে দেখা যেতে পারে’।

2021 2largeimg 611931015

তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বদলের মাঝে ভারতীয় সেনাও যে সর্বদা প্রস্তুত রয়েছে, তাও একবার স্মরণ করিয়ে দিলেন এমএম নারাভানে। তিনি জানান, ‘সেনাবাহিনীর কাজ হল, এলাকা থেকে হিংসার পারদ নামিয়ে আনা। যাতে করে জম্মু ও কাশ্মীরের উন্নতি, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার স্বার্থে বাধাহীন ভাবে কাজ করতে পারে প্রশাসন ও স্থানীয় নিরাপত্তাবাহিনী। তবে বর্তমানে সন্ত্রাসবাদী কার্যকলাপ খুব কমই হয়েছে, যাতে করে পরিস্থিতি যে স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে তা বোঝা যাচ্ছে’।

army3 1576587069

তবে এরই মধ্যে অমরনাথ যাত্রা প্রসঙ্গে সেনা প্রধান জানালেন, ‘বর্তমান সময়ে অমরনাথ যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তাঁর জন্য সেনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে এই যাত্রার বিষয়ে প্রশাসনই সমস্ত সিদ্ধান্ত নেবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর