বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর (Durga Puja 2025) আগেই কলকাতার কেন্দ্রীয় পুজো কমিটিগুলোর নিরাপত্তা নিয়ে তৎপর প্রশাসন। কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো ক্লাব হল সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতিবারের মত এই বছরও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় বিপুল ভিড়ের সম্ভাবনা। তাই পুলিশ একের পর এক চিঠি পাঠিয়েছে এই পুজো কমিটিকে। তবে বার বার এই চিঠিপত্রকে ‘হেনস্থা’ বলে অভিহিত করেছেন পুজোর অন্যতম উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
সজল ঘোষ বলেন, কলকাতা শহরে যদি পুজোর (Durga Puja 2025) জায়গা, ঢোকা-নিষ্কাশা বা রাস্তাঘাটের ব্যবস্থাপনায় আমার থেকে কেউ বেশি বড় দেখাতে পারে, তাহলে আমি পুজোর সঙ্গে নিজেকে আর যুক্তই রাখব না। তিনি বারবার এই চিঠি পাঠানোর কারণে পুজো কমিটি হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।
দূর্গাপুজোয় (Durga Puja 2025) মানুষের সুরক্ষাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছে কমিশনার
সম্প্রীতি এই বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)। তিনি বলেন, “দুর্গাপুজোয় আমাদের একটাই লক্ষ্য থাকে, সেটা হল সাধারণ মানুষের সুরক্ষা। এই সুরক্ষা নিশ্চিত করতে আমরা পুজো কমিটিকে কিছু নির্দেশনা পাঠাই। দর্শনার্থীদের ভিড় কেমন হয়, অতীতের অভিজ্ঞতা কী, সেই ভিত্তিতে চিঠি লেখা হয়। আমাদের চিঠি দেখলেই বোঝা যায়, শুধুমাত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষেই সেই চিঠি।
প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর (Durga Puja 2025) থিম ‘অপারেশন সিঁদুর’। প্রতি বছর এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। পুজো কমিটি আশা করছে, এবারের পুজোও ভিড় থাকবে প্রচুর। এই পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোট চারটি চিঠি পাঠিয়েছে। আর তাই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন সজল ঘোষ। এই প্রসঙ্গে মনোজ বর্মা বলেন, “সজল ঘোষ কী বলছেন, তার উপর আমার মন্তব্য করা উচিত হবে না। তবে কলকাতা পুলিশ সর্বদা সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আগামী দিনেও দেখবে।”
আরও পড়ুনঃ ভিড় সামলাতে জেলার পুজোতেও কড়া নজরদারি, মাঠে নামছে ১৫ হাজারেরও বেশি পুলিশ
পুলিশ ও পুজো কমিটির মধ্যে এই সতর্কতার কারণে কিছুটা উত্তেজনা থাকলেও কমিশনার জানিয়েছেন পুলিশের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা। তার জন্যই ওই চিঠি। আর কয়েকদিন বাকি পুজোর (Durga Puja 2025)। তাই এই সময় দুর্গাপুজোর সময় আনন্দ ও নিরাপত্তা একসাথে যাতে বজায় থাকে সেটাই লক্ষ্য করে এগোচ্ছে প্রশাসন।