নেমেছে ধস, কাদাভরা রাস্তায় আটকে গাড়ি, পাহাড়ে ঘুরতে গিয়ে বিপদের মুখে মানসী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মাঝেই পাহাড়ে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। কিন্তু আনন্দ করতে গিয়ে বড় বিপাকে পড়লেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের ছবি ধরা পড়ল মানসীর (Manosi Sengupta) ফোনের ক্যামেরায়। তাঁর ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। ঠিক কী ঘটেছে?

পাহাড়ে ঘুরতে গিয়ে আটকে পড়লেন মানসী (Manosi Sengupta)

নবমীর দিনই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন মানসী (Manosi Sengupta)। সঙ্গে তাঁর দুই সন্তান এবং বোনেরা। রবিবার হঠাৎ করেই তাঁর শেয়ার করা একটি ভিডিও দেখে চিন্তিত অনুরাগীরা। তাঁর ভিডিওতে দেখা যায়, পাহাড়ি রাস্তা সম্পূর্ণ কর্দমাক্ত, জলে ভরা। দুর্গম রাস্তায় বারবার আটকে যাচ্ছে গাড়ির চাকা।

Manosi Sengupta stuck in north bengal

ভাইরাল অভিনেত্রীর ভিডিও: পাহাড়ে এসে একটি এয়ার বিএনবিতে ছিলেন মানসীরা (Manosi Sengupta)। সেখান থেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তাঁদের। তার মাঝেই এই বিপর্যয়। বিভিন্ন রাস্তায় ধস নেমে আটকে যাওয়ায় বাধ্য হয়ে প্ল্যান বদলান তাঁরা। মানসীর (Manosi Sengupta) শেয়ার করা ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কার্শিয়াং থেকে তাকদা যাচ্ছেন তাঁরা। শনিবার থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

আরও পড়ুন : রাধারানী সাজে মা লক্ষ্মী, প্রতিমার পোশাক কিনতে গিয়ে এবার কী ঘটে অপরাজিতার সঙ্গে?

কী জানালেন অভিনেত্রী: মানসী (Manosi Sengupta) বলেন, ‘জীবনে এত বৃষ্টি দেখিনি। তাকদা যাওয়ার পথে এক ঘন্টা ধরে আটকে রয়েছি। রাস্তা পরিস্কার হয়ে কখন পৌঁছাব তার ঠিক নেই’। ভিডিওতেই দেখা যায়, এই পরিস্থিতিতে মনের জোর বাড়াতে ব্যাগ থেকে জগন্নাথদেবকে বের করেন অভিনেত্রীর (Manosi Sengupta) বোন।

আরও পড়ুন : মহানায়কের লক্ষ্মীপুজোর ৭৫ বছর, দেবীর নতুন সোনার গয়না, এই পুরনো রীতি ফেরালেন নাতবৌ দেবলীনা

শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় উত্তরবঙ্গে। বিভিন্ন রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পাহাড়ি নদীগুলি বইছে বিপদসীমার উপর দিয়ে। অনেক বাড়ি, হোমস্টে ধসে গিয়েছে। যদিও সোমবার সকালে আবহাওয়ার অনেকটাই বদল হয়েছে। দেখা দিয়েছে রোদ। ফলত দ্বিগুণ উদ্যমে আটকে পড়া স্থানীয় মানুষ, পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। .