রাম মন্দির নির্মাণের জন্য সংগ্রহ হওয়া কয়েক হাজার কোটি টাকার মধ্যে ১৫ হাজার চেক বাউন্স!

বাংলা হান্ট ডেস্কঃ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা চাঁদা হিসেবে সংগৃহীত ২২ কোটি মূল্যের ২২ প্রায় ১৫ হাজার ব্যাঙ্ক চেক বাউন্স হয়ে গিয়েছে। মন্দির নির্মাণের জন্য কেন্দ্র সরকার দ্বারা বানানো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একটি অডিট রিপোর্টে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা কম থাকার কারণ এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যার কারণে ওই চেক গুলো বাউন্স হয়েছে। বলে রাখি, এই বছর মকর সংক্রান্তির পর রাম মন্দিরের জন্য VHP চাঁদা সংগ্রহ অভিযান শুরু করে। দেশ জুড়ে চলা এই অভিযানে ৫ হাজার কোটি টাকারও বেশি সংগ্রহ করা হয়েছে।

ram mandir 9

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্রা বলেন, প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য ব্যাঙ্ক কাজ করছে আর আমরা আবারও মানুষকে দান করার জন্য আবেদন করব। তিনি জানান, ওই চেক গুলোর মধ্যে দুই হাজারেরও বেশি চেক অযোধ্যা থেকেই সংগ্রহ করা হয়েছিল।

বিশ্ব হিন্দু পরিষদ ১৫ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদা সংগ্রহ করার জন্য দেশ জুড়ে অভিযান চালিয়েছিল। আর এই অভিযানে নগদ অর্থের পাশাপাশি চেকও নেওয়া হয়েছিল। এই অভিযানে ৫ হাজার কোটি টাকারও বেসি অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা এখনও পর্যন্ত মোট কত রাশি সংগ্রহ করা হয়েছে, তাঁর হিসেব নিকেশ সম্পূর্ণ করা হয়নি।

PTI11 11 2019 000052B 1579020668
রাম মন্দির/ Ram temple

Koushik Dutta

সম্পর্কিত খবর