বাংলাহান্ট ডেস্ক : শীতের (Winter) মরসুমে ঘন কুয়াশার (Foggy weather) জেরে প্রতিদিনই বাতিল হচ্ছে বা দেরিতে ছাড়ছে কোনো না কোনো ট্রেন (Train)। একই ঘটনার পুনরাবৃত্তি আজও হতে পারে জানালো ভারতীয় রেল (Indian Railway)। ইতিমধ্যে প্রায় ৩০০ টি ট্রেন বাতিলের খাতায়। পশ্চিমবঙ্গের একাধিক ট্রেনও আজ বাতিল হয়েছে। এর মধ্যে আছে, হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, মালদা, আসানসোল, নলহাটি থেকে যেসব একাধিক দূরপাল্লার ট্রেনগুলি ছাড়ে, সেগুলি আপাতত বাতিল (Cancellation) হয়েছে এই আবহাওয়ার জন্য।
যে যে ট্রেন আজ বাতিল হয়েছে, তার তালিকা দেওয়া হলো।
০২৫১৮ গুয়াহাটি-কলকাতা স্পেশাল,
০৩০৮৫ আজিমগঞ্জ-নৈহাটি মেমু স্পেশাল,
০৩০৮৬ নৈহাটি-আজিমগঞ্জ মেমু স্পেশাল,
০৩৫৯২ আসানসোল জংশন-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার স্পেশাল,
০৪৬৫২ অমৃতসর জংশন-নিউ জলপাইগুড়ি কর্মভূমি সুফারফাস্ট স্পেশাল,
১২৩১৭ কলকাতা টার্মিনাল-অমৃতসর জংশন দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস,
১২৩৬৯ হাওড়া-দেরাদুন এক্সপ্রেস,
১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস,
৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ (আপ) হাওড়া-চন্দনপুর লোকাল,
৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ (ডাউন) চন্দনপুর-হাওড়া লোকাল,
১২৯৮৭ শিয়ালদা-আজমের জংশন এক্সপ্রেস,
৩১৪১১ (আপ) শিয়ালদা-নৈহাটি লোকাল,
৩১৪১৪ (ডাউন) নৈহাটি-শিয়ালদা লোকাল,
৩১৭১২ (আপ) নৈহাটি-রানাঘাট লোকাল,
৩১৭১২ (ডাউন) রানাঘাট-নৈহাটি জংশন লোকাল,
৩৪৪২৫ সোনারপুর জংশন-শিয়ালদা লোকাল,
৩৬০১১ (আপ) হাওড়া-বারুইপাড়া লোকাল,
৩৬০১২ (ডাউন)বারুইপাড়া-হাওড়া লোকাল,
৩৬৮৪০ বর্ধমান-হাওড়া কর্ড লোকাল,
৩৭৮২৭ হাওড়া-বর্ধমান কর্ড লোকাল,
৩৭৩০৫ (আপ) হাওড়া-সিঙ্গুর আন্দোলন লোকাল,
৩৭৩০৬ (ডাউন) সিঙ্গুর-হাওড়া লোকাল,
৩৭৩০৭ (আপ) হাওড়া-হরিপাল লোকাল,
৩৭৩০৮ (ডাউন) হরিপাল-হাওড়া লোকাল,
৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ (আপ) হাওড়া-তারকেশ্বর লোকাল,
৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ (ডাউন) তারকেশ্বর-হাওড়া লোকাল,
৩৭৪১১, ৩৭৪১৫ (আপ) শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল,
৩৭৪১২, ৩৭৪১৬ (ডাউন) তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল,
৩৮৯২৩ (আপ) হাওড়া-আমতা লোকাল,
৩৮৯২৪ (ডাউন) আমতা-হাওড়া লোকাল।
এর পাশাপাশি জানা গিয়েছে, কুয়াশার জন্য আগামী ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত বাতিল থাকবে ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস এবং আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকতে চলেছে ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস।