বাংলাহান্ট ডেস্ক : আবারও যাত্রী ভোগান্তির আশঙ্কা পূর্ব রেলে। হাওড়া-বর্ধমান রুটে ফের একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে কবে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে তা জেনে রাখুন ভোগান্তি এড়াতে। সম্প্রতি ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন (Local Train) বাতিল থাকবে বলে জানা যাচ্ছে।
একাধিক লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকছে
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৩০ অগাস্ট শনিবার রাত ৯ টা ২০ থেকে ৩১ অগাস্ট রবিবার ভোর ৩ টে ২০ পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এই সময়ে চারটি লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকবে বলে জানা গিয়েছে। ৩৬৮৬০ বর্ধমান-হাওড়া লোকাল, ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল, ৩৭৮৫৭ হাওড়া-বর্ধমান লোকাল এবং ৩৭৫১২ হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন বাতিল থাকছে বলে জানা গিয়েছে।
চলবে মেরামতির কাজ: হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম এবং পূর্বস্থলী স্টেশনের মধ্যে ট্র্যাক মেরামতির কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮ দিন ধরে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। সে জন্য রাত ২ টো ১০ থেকে ভোর ৫ টা ১০ পর্যন্ত এই আটদিন ধরে বন্ধ থাকবে ট্রেন (Local Train) চলাচল।
আরও পড়ুন : সৃজিতের হাত ধরে বড়পর্দায় শরৎচন্দ্রের ‘পথের দাবী’, শতবর্ষ উদযাপনে মুক্তি পাবে ছবি
কোন কোন ট্রেন বাতিল থাকবে: এই সময় নাগাদ ব্যান্ডেল-কাটোয়া রুটের দুটি লোকাল ট্রেন ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং ৩৭৭৪২ ব্যান্ডেল-কাটোয়া লোকাল (Local Train) বাতিল থাকবে। কিছুদিন আগেই লোকাল ট্রেন বাতিল হওয়ায় সমস্যার মুখে পড়েছিলেন নিত্যযাত্রীরা। এবার ফের ট্রেন (Local Train) বন্ধ থাকার কারণে আবারও তাদের ভোগান্তির শিকার হতে হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ‘মেয়ে জামাই দেখুক’, কন্যার নাম দেখেই মন্তব্য TMC বিধায়কের, কারা রয়েছেন অযোগ্যদের তালিকায়?
মূলত রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই বন্ধ থাকবে এই রুট গুলিতে ট্রেন চলাচল। তবে যাত্রীদের যাতে চরম সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত সময়।