বাংলাহান্ট ডেস্ক : এসআইআর (SIR) শুরু হতেই বেশ কিছু নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রচুর ভুয়ো ভোটার, স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবে বলে আগেই জানিয়েছিল বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, কলকাতার ১১ টি বিধানসভা কেন্দ্র থেকে অন্তত ৬ লক্ষ নাম বাদ পড়ছে। এর মধ্যে আবার চৌরঙ্গী বিধানসভা থেকে সবথেকে বেশি নাম বাদ পড়ছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংখ্যাটা সাড়ে ৭৪ হাজারেরও বেশি। এরপরেই রয়েছে জোড়াসাঁকো বিধানসভা যেখানে প্রায় ৭৩ হাজার নাম বাদ গিয়েছে। মূলত অবাঙালি অধ্যুষিত এই দুই বিধানসভায় এত সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় এলাকা দুটির জনবিন্যাসেও পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসআইআরে (SIR) বহু নাম বাদ যেতে চলেছে
রাজনৈতিক মহলের মত অনুযায়ী, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে বহু অবাঙালি ভোটারের নাম বাদ যেতে পারে। কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চৌরঙ্গী বিধানসভা অঞ্চলে মৃত ভোটার, স্থানান্তরিত এবং ডবল এন্ট্রি ভোটার মিলিয়ে মোট ৭৪ হাজার ৫৫৩ জনের নাম বাদ গিয়েছে। অন্যদিকে জোড়াসাঁকো বিধানসভা এলাকাতেও তালিকা থেকে প্রায় ৭২ হাজার ৯০০ জনের নাম বাদ পড়েছে।

কোন ওয়ার্ড কার দখলে: কলকাতা পুরসভার অন্তর্গত চৌরঙ্গী বিধানসভা এলাকার মধ্যে একটি মাত্র ওয়ার্ডই রয়েছে বিজেপির দখলে। অন্যদিকে জোড়াসাঁকোর অন্তর্গত দুটি ওয়ার্ডে রয়েছেন বিজেপির কাউন্সিলর। যদিও গত একাধিক নির্বাচনে দুটি বিধানসভা রয়েছে তৃণমূলের দখলে। এমতাবস্থায় এসআইআর (SIR) পর্ব মিটলে এলাকার জনবিন্যাসের পরিস্থিতি কী হবে সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন : চূড়ান্ত অব্যবস্থা, মেসিকে ডেকে এনে মুখ পুড়ল কলকাতার, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লজ্জার ছবি
প্রচুর হিন্দিভাষী ভোটার রয়েছে: উত্তর কলকাতার তৃণমূলের এক নেতা বলেন, এই দুই বিধানসভা এলাকাই অবাঙালি অধ্যুষিত। সঙ্গে রয়েছে প্রচুর সংখ্যালঘু ভোটার। হিন্দিভাষী ভোটাররা যারা এতদিন এখানে ভোট দিয়েছেন তারা কর্মসূত্রে থাকতেন চৌরঙ্গী বা জোড়াসাঁকো এলাকায়। তাদের অনেকেই বিহার নির্বাচনের সময় সেখানকার ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন। এছাড়াও প্রচুর ওড়িয়া ভোটারও রয়েছে।
আরও পড়ুন : তাড়াহুড়োয় ট্রেন মিস, ওই টিকিটে সফর করা যাবে অন্য ট্রেনে? কী বলছে রেলের নিয়ম?
রাজ্য বিজেপির তরফে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত নেতা বলেন, এসাইআর হচ্ছে ভোটার তালিকার শুদ্ধিকরণ। বাংলায় সবথেকে বেশি অনুপ্রবেশকারী রয়েছে। এসআইআরে নাম বাদ যাবে তাদের।












