‘কলকাতায় আসছে মাওবাদীরা’, রক্ত দিয়ে লেখা পোস্টারে ছেয়ে গেল শহর

বাংলাহান্ট ডেস্ক: সকালে শহর কলকাতার ঘুম ভাঙতেই চক্ষু চড়কগাছ! পোস্টারে (Poster) পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা শহর। প্রতিটি পোস্টার রক্ত দিয়ে লেখা। ‘মাওবাদীরা কলকাতায় আসছে’, ইংরেজিতে এমনি বার্তা দেওয়া হয়েছে পোস্টার গুলিতে। সাবধান করা হয়েছে, :নরেনজি জিন্দা হ‍্যায়’!

শহরে মাওবাদী পোস্টার! আতঙ্কিত হওয়ার আগেই জানিয়ে দিই, এটা আসলে প্রচার কৌশল‌। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘ইস্কাবন’। সেই ছবির প্রচারেই এমন অভিনবত্ব আনা হয়েছে। মাওবাদীদের নিয়ে গল্প‌। তাই প্রচারেই নিয়ে আসা হয়েছে মাওবাদীদের সঙ্গে জড়িয়ে থাকা আতঙ্কের স্পর্শকে।

iskabon et00329336 23 05 2022 04 11 51
শহরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পোস্টারে পোস্টারে মুড়ে ফেলা হয়েছে। নন্দনের গেট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের গেট, টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমার স্টেশন চত্বরে, প্রিন্স আনোয়ার শাহ বাসস্টপে, যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের গেটে, নিউটাউনের হোটেলের সামনেও পড়েছে পোস্টার।

কোনোটায় ইংরেজিতে লেখা, ‘১৭ জুন মাওবাদীরা আসছে’। আবার কোনোটায় লেখা নরেনজি বেঁচে আছে। দাবি করা হচ্ছে, পোস্টারগুলো নাকি রক্ত দিয়ে লেখা। এই প্রথম কোনো ছবির পোস্টার রক্ত দিয়ে লেখা হয়েছে বলেও দাবি করেছে ছবির প্রচার টিম। দেবপ্রিয়া ঘোষ গোস্বামী এবং তাঁর টিম মিলে ছবির প্রচার করছেন।

প্রচার উদ্দেশে একটি স্বল্প দৈর্ঘ‍্যের ছবি পর্যন্ত বানানো হয়েছে। ছবিটির নাম ‘কলকাতায় মাওবাদী?’ ‘ইস্কাবন’ ছবির মুখ‍্য চরিত্র সৌরভ দাসকে দেখা যাবে স্বল্প দৈর্ঘ‍্যের ছবিটিতে। সঙ্গে থাকবেন সোশ‍্যাল মিডিয়ার কিছু পরিচিত ব‍্যক্তিত্বরাও।

ইস্কাবন ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী এবং সঞ্জু। নরেন জির ভূমিকায় রয়েছেন মাওবাদী ও একটি প্রেমের গল্প এই ছবির মূল কাহিনি। ‘দ‍্য লাস্ট মাওইস্ট’ গল্পের সাহায‍্যও নেওয়া হয়েছে বলে জানান ছবির পরিচালক। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে ইস্কাবন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর