বাংলাহান্ট নিউজ ডেস্ক : নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান….নিজের দেশ ছাড়াও অন্যদেশের মানুষের সঙ্গে সৌভাতৃত্ব গড়ে তোলাটা ভারতের অন্যতম পরম ধর্ম। সকলের সঙ্গে মিলেমিশে যেমন একই দেশে বাস করার নজির রয়েছে ভারতে তেমনি বন্ধুত্ব গড়ে তোলার এক অন্য প্রয়াস লক্ষ্য করা যায়। এবার সেই ভারতের সৈন্যদের সঙ্গে এক হতে দেখা গেল মার্কিন সেনাদের। অসম রেজিমেন্টের এগিয়ে চলার প্রেরণা বদলুরাম কী বদন জমিনকে নিচে হ্যায়- এই গানের সঙ্গে অসম রেজিমেন্টের সেনাদের সঙ্গে মিলে গান গাইলেন মার্কিন সেনাদল। শুধু গান গাওয়াই নয় একসঙ্গে গানের তালে তালে চলল নৃত্যও। আর সেই দুই দেশের নিরাপত্তারক্ষীদের বিরল দৃশ্য এখন নেটপাড়ায় ভাইরাল হয়ে গেছে।
#WATCH Indian and American soldiers sing and dance on the Assam Regiment's marching song ‘Badluram ka badan zameen ke neeche hai’ during Exercise 'Yudhabhyas' being carried out at Joint Base Lewis, McChord in the United States of America pic.twitter.com/6vTuVFHZMd
— ANI (@ANI) September 15, 2019
সম্প্রতি সামাজিক মাধ্যমে 2 মিনিট 6 সেকেন্ডের একটি ভিডিও লক্ষ লকষ্ ভিউয়ার্স হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। যেখানে ওই বদলুরাম কী বদন গানের সঙ্গে দু দেশের সেনাদের এক হওয়ার দৃশ্য দেখা গিয়েছে। এবং ধরা পড়েছে সৈনিকদের অসাধারণ নৃত্য শিল্পের কৌশল। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যুদ্ধাভ্যাস নামের একটি যৌথ অনুশীলনের সময়ই এই নজির গড়েছে দুই দেশের সেনাদল। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসে যৌথ সেনা ঘাঁটি ম্যাককর্ডে অসম রেজিমেন্টের কুচকাআওয়াজের সঙ্গে তাল মিলিয়েছেন। তবে এধরনের দৃশ্য দেখে দুই দেশের সুসম্পর্ক নিয়েও অনেকে গর্বিত বোধ করেছেন। কেউ কেউ আবার সেনাদের এই বন্ধুত্ব ও সম্পর্ক অটুট থাকার শুভ কামনা করেছেন।