পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর “মারো, মুঝে মারো” ডায়লগ খ্যাত মোমিনের সাথে সাক্ষাৎ কোহলি ও হার্দিকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে অসাধারণ পারফরম্যান্স করে ভারতের জয়ের নায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক বল হাতে ৩ উইকেট নেওয়ার পর মারকাটারী ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন। নিজের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য কুং-ফু পান্ডিয়া ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন।

এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া তারকা মোমিন সাকিব-ও। ২০১৯ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে পাকিস্তানের পরাজয়ের পর এক সাক্ষাৎকারে নাটকীয় ঢংয়ে কথা বলে তিনি বিখ্যাত হয়েছিলেন। বিশেষ করে সেই ম্যাচে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্স দেখে তিনি হতাশ হয়ে মন্তব্য করেছিলেন “মারো, মুঝে মারো”, অর্থাৎ ‘আমায় ধরে মারুন’ যা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং মেমে মেটেরিয়ালে হয়ে ওঠে। কাল ম্যাচের পর তিনি ভারতের দুই তারকা হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির সঙ্গে দেখা করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যা এখন ভাইরাল।

মোমিন কোহলির সঙ্গে কথোপকথনের ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “একজন অসাধারণ খেলোয়াড় এবং দুর্দান্ত ব্যক্তিত্ব। শুধুমাত্র বিরাট কোহলি। আবার বিরাটকে ফর্মে দেখে মজা লাগছে! অসাধারণ খেলা দেখালেন তিনি! আশা করবো আমাদের ফাইনালে আবার দেখা হবে।” ভিডিওতে বিরাটের সঙ্গে দেখা করে তিনি প্রাক্তন ভারত অধিনায়ককে বলেন, “আপনাকে জয়ের জন্য অভিনন্দন। আজকে পাকিস্তান ভক্তদের জন্য খুবই দুঃখের দিন। তবে আশা রাখছি ফাইনালে আমাদের আবার দেখা হবে।” কোহলি তার মন্তব্য মন দিয়ে শোনেন এবং হেসে তাকে জড়িয়ে ধরেন।

এরপর ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়ার সঙ্গেও সাক্ষাতের ভিডিওটিও শেয়ার করেছেন মোমিন। ক্যাপশনে তিনি পান্ডিয়ার প্রশংসা করেছেন আর ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “অভিনন্দন! আইপিএলের মধ্যে দিয়ে কি দারুণ প্রত্যাবর্তন করেছেন আপনি। আজ আপনি অসাধারণ পারফরম্যান্স করেছেন। আমি আশা করছি ফাইনালে দুই দেশের ফের দেখা হবে।” পান্ডিয়াও স্মিত হেসে তার বাক্যের সাথে সহমত পোষণ করেছেন।

ম্যাচের কথা বলতে গেলে সেদিন ভারতের হয়ে অসাধারণ বোলিং করে ভুবনেশ্বর কুমার (৪/২৬) ও হার্দিক পান্ডিয়া (৩/১৮) পাকিস্তানকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট করে দেন।  <span;>ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে কালই টি-টোয়েন্টি অভিষেক করা নাসিম শাহের ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন লোকেশ রাহুল। সেই ওভারেই ক্যাচ পড়ে বিরাট কোহলির। সেই সময় পাকিস্তানি বোলারদের সামনে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন রোহিত শর্মা ও কোহলি। বিরাট কোহলি আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করলেও রোহিত শর্মা অতিরিক্ত বল খেলছিলেন। তাই চাপে পড়ে মহম্মদ নওয়াজের ওভারে একটি ছক্কা আসার পরও অতিরিক্ত আগ্রাসী হয়ে আবারো ছয় মারতে গিয়ে আউট হন ভারতীয় অধিনায়ক রোহিত (১৮ বলে ১২)। বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল তিনি আবার সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন। ঔদ্ধত্যের সাথে পাকিস্তানের পেসারদের বলে পুল, কাট মারছিলেন তিনি। কিন্তু তিনিও দশম ওভারে নওয়াজের বলে অপ্রয়োজনীয় ভাবে আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। ভারত তখন ৫৩ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। কোহলি আউট হয়েছেন ৩৪ বলে ৩৫ রান করে।

এরপর ধীরে ধীরে ইনিংস কে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা। রোহিত আউট হওয়ার পর জাদেজাকে পাঠানো হয়েছিল রানের গতি বাড়ানোর জন্য। কিন্তু পরিস্থিতির কারণে তাঁকে পুরো অন্য ভূমিকায় পারফরম্যান্স করতে হচ্ছিল। সূর্যকুমার যাদব ১৮ রান করে নাসিম শাহের বলে আউট হওয়ার পর ভারতের ওপর চাপ আরও বাড়তে থাকে। কিন্তু এই সময়ে মাঠে নেমে জাদেজার সাথে মিলে ভারতের ওপর থেকে চাপ কমানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া।

পায়ের পেশিতে টান নিয়েও দুর্দান্ত বোলিং করতে থাকা নাসিম শাহের (২/২৭) শেষ ওভারে জাদেজা ১০ রান করার পর পরের ওভারে অভিজ্ঞ হ্যারিস রাউফের ওভারে তিনটি বাউন্ডারি মারেন হার্দিক। ম্যাচ ওখানেই শেষ হয়ে গিয়েছিল কারণ জয়ের জন্য ভারতকে শেষ ৬ বলে করতে হতো ৭ রান। কিন্তু ওভারের প্রথম বলেই জাদেজা বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। নবাগত দীনেশ কার্তিক প্রথম বলে ১ রান নিয়ে হার্দিককে স্ট্রাইক দেন। ওভারের তৃতীয় বলে কোন রান না পেলেও চতুর্থ বলে ছক্কা মেরে ২ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন হার্দিক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর