মাধুরীকে বিয়ের প্রস্তাব ” খারিজ ” করেছিলেন এই বলিউড ব‍্যক্তিত্ব

বাংলা hunt ডেস্ক : শুরুটা সেই নব্বইয়ের দশক, তারপর বছরের পর বছর বলিউড প্রেমীদের নিজের ভূবনমোহনী হাসিতে তার প্রেমে ফেরেছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

১৯৮৪ তে যখন তাপস পালের বিপরীতে ” অবোধ ” ছবির মধ্যে দিয়ে বলিউডে প্রবেশ করলেন তখন তার বয়স মাত্র ১৭।ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও ঠিক এর বছর চারেক বাদে মুক্তি পাওয়া ” তেজাব ” ছবিটি তাকে বলিউডে প্রতিষ্ঠিত করে।এরপর আর তাকে ফিরে দেখতে হয়নি।

ক্রমশ খ‍্যাতির মধ্য গগনে পৌছান বলিউডের অন‍্যতম সফল এই অভিনেত্রী।একসময়ে বলিউডের একাধিক অভিনয় ব‍্যক্তিত্বের সাথে জড়িয়েছে তার নাম।কিন্তু জানেন কি , একসময় তাকে বিয়ে করার প্রস্তাব খারিজ করেছিলেন বলিউডের অন‍্যতম এক গায়ক ? মাধুরীর বয়স তখন ১২, মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার মা- বাবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে – পড়ে লাগলেন, তারা তাদের মেয়ের হাত তুলে দিতে চাইলেন

8b587 img 20190515 wa0282সেই সময়ের জনপ্রিয় বলিউড গায়ক সুরেশ ওয়াদেকারের হাতে।কিন্তু এমন প্রস্তাব শোনার পর তা খারিজ করে দিয়েছিলেন এই গায়ক।মাধুরীর থেকে বয়সে অনেকটাই বড়ো ছিলেন সুরেশ, তাই এমন প্রস্তাবে রাজী হননি তিনি।

সম্পর্কিত খবর