শাখা সিঁদুর আর মনের মানুষ থাকলেও হবে না, এখন তারাপীঠের বিয়ে করার বাধ্যতামূলক শর্ত এইগুলো

বাংলাহান্ট ডেস্ক : দেবী তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত তারাপীঠ। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত এই মন্দির যুগের পর যুগ ধরে সাধকদের সাধনা ক্ষেত্র। ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন তারাপীঠ মন্দির ও শ্মশান অত্যন্ত পবিত্র একটি তীর্থক্ষেত্র। বছরের বিভিন্ন সময়ে তারাপীঠের মন্দিরে ভিড় লেগে থাকে ভক্তদের।

অমাবস্যা ও বিশেষ কিছু তিথিতে বিপুল মানুষের সমাগম হয় এখানে। তবে অনেকেই হয়ত আমরা শুনেছি যে তারাপীঠে বিয়ে করা যায়। তবে তারাপীঠ বিয়ে করতে গেলে কী কী নিয়ম পালন করতে হয়? শুধুমাত্র শাঁখা-সিঁদুরে কি সম্পন্ন করা যায় বিয়ে? এই বিষয়ে আজ আমরা জেনে নেব প্রতিবেদনে।

আরোও পড়ুন : পিছিয়ে পড়ছে গীতা LLB! লড়াই জমছে Zee Bangla’ই ফুলকি-জগদ্ধাত্রীর, দেখুন TRP রেটিং চার্ট

তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, তারাপীঠের মন্দিরের ভিতরে হয়না বিয়ে। বিয়ে হয় মন্দিরের বাইরের ছোট ছোট মন্দিরগুলিতে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, বেশ কিছু নিয়ম তাঁরা মেনে চলেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে।তবে অনেক সময় সব দিকে সঠিকভাবে নজর দেওয়া সম্ভব নয়।

আরোও পড়ুন : জীবনের প্রথম সিনেমা অক্ষয়ের সাথে, কাজ করেছেন বহু সিরিয়ালে! তবুও কেন সব ছেড়ে সন্ন্যাসী হলেন এই অভিনেত্রী?

এমন অনেকে রয়েছেন যারা পুরোহিত ছাড়াই বিয়ে করেন। মন্দিরের শাঁখা-সিঁদুর দিয়ে বিয়ে করে নেন অনেকে। সেক্ষেত্রে বেশ কঠিন হয়ে যায় নজরদারি করা। তারাময় মুখোপাধ্যায় বলছেন, ‘যাঁরা পুরোহিত ডেকে বিয়ে করেন তাঁদের ক্ষেত্রে বয়স যাচাই করা হয়।

marriage

যাতে কোনও নাবালিকার বিয়ে দেওয়া না হয় সে দিকে নজর রাখা হয়।’ একই তাঁর বক্তব্য, ‘পুলিশ যদি কোনও বিষয় নিয়ে সচেতন থাকার বলে, সে ক্ষেত্রে আমরা বিশেষ ভাবে সচেতন থাকি।’ এছাড়াও পাত্রী প্রাপ্তবয়স্ক কিনা এবং তিনি সুস্থ মাথায় এই সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেটিও কর্তৃপক্ষের জেনে নেওয়া উচিত বলে তারাময় মুখোপাধ্যায় মনে করেন।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর