যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ রেলের! এবার শিয়ালদহ স্টেশনেই করানো যাবে ম্যাসাজ ও ফিশ স্পা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যাত্রীদের সুবিধার্থে এবং তাঁদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এমন পরিস্থিতিতে, এবার রাজ্যের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহের (Sealdah Station) এক্সিকিউটিভ লাউঞ্জকে আরও আধুনিক করে গড়ে তোলার কাজ করেছে রেল।

মূলত, শিয়ালদহ স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের পাশে এই এক্সিকিউটিভ লাউঞ্জটি তৈরি করা হয়েছে রেলের তরফে। যেখানে যাত্রীরা পাবেন একাধিক সুবিধা। পাশাপাশি, ওই এক্সিকিউটিভ লাউঞ্জের নাম দেওয়া হয়েছে “অভিবাদন”। উজ্জ্বল আলোর পাশাপাশি সোফা, বই ছাড়াও যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্যও রীতিমতো রাজকীয় ব্যবস্থা রয়েছে সেখানে।

   

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নবরূপে সজ্জিত এই এক্সিকিউটিভ লাউঞ্জে মোট দুই ধরণের পরিষেবা পাবেন যাত্রীরা। যার মধ্যে সেকেন্ড ক্লাস ওয়েটিং লাউঞ্জে বিনামূল্যে বসার ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য। অপরদিকে, শীততাপ নিয়ন্ত্রিত আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জে বসার জন্য করতে হবে খরচ। যার পরিমান হল প্রতি ঘণ্টায় ১০ টাকা।

শুধু তাই নয়, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওই লাউঞ্জে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিতে পুরোপুরি নজর দেওয়া হয়েছে। সেখানে থাকছে বিশাল টিভি স্ক্রিন, ম্যাসাজ চেয়ার এবং ফিশ স্পা-এর ব্যবস্থা। জানা গিয়েছে, স্পা-এর ক্ষেত্রে ১০ মিনিটে খরচ হবে ৭৫ টাকা। এমনকি, ক্লান্তির জেরে ঘুমোতে চাইলে থাকবে সেই ব্যবস্থাও। যার জন্য রয়েছে বেড। সেক্ষেত্রে খরচ হবে প্রতি ঘন্টায় ৭৫ টাকা।

whatsapp image 2023 02 11 at 18.40.05

অর্থাৎ, সব সুবিধাগুলিই অত্যন্ত স্বল্পমূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছে রেল। এদিকে, ওয়েটিং লাউঞ্জে খাবার ও পানীয় কেনার সুযোগ থাকছে যাত্রীদের। এর পাশাপাশি, টেরেস ক্যাফেটেরিয়া খোলা হয়েছে ছাদে। মূলত, সেখানে শহর কলকাতার সাথে জড়িত ঐতিহ্যের বিভিন্ন বিষয়কে থিম আকারে উপস্থাপিত করা হয়েছে। যাদের মধ্যে থাকবে হাতে টানা রিকশা, গ্যাসের আলো এবং টেরেস গার্ডেনের মত বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর