বানতলার চর্মনগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন, পরিদর্শনে সুজিত বসু

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। কালীপুজোর দিন ভয়ংকর দুর্ঘটনা বানতালার (Bantala) চর্মনগরীতে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। চর্মনগরীর একটি চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা করা হয়ে চলেছে বলে খবর।

সূত্রের খবর, এদিন বানতলার চর্মনগরীর জোন ফাইভে একটি চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। সেই আগুনের ভয়াবহতা এতটাই বেশি হয় যে, দমকলের তরফ থেকে ইতিমধ্যে ১৫ টি ইঞ্জিন পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, চামড়ার কারখানাটিতে আগুন লাগার সময় ভিতরে কয়েকজন কর্মরত ছিল। তবে পরবর্তীতে দমকল পৌঁছানোর পর তাদের সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় অনেকাংশই ক্ষয়ক্ষতি হতে পারে বলেই অনুমান এলাকাবাসীদের।

তবে এক্ষেত্রে কি কারণে আগুন লাগল কিংবা এর পিছনে কারোর হাত রয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি। আগুনের ভয়াবহতার কারণে এদিন এলাকার সমস্ত দিক ধোঁয়ায় ভরে যায়, যা দেখা মাত্রই দমকলে খবর দেওয়া হলে ধাপে ধাপে বেশ কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। একই সঙ্গে বর্তমানে চর্মনগরীতে এসে উপস্থিত হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

Fire

সূত্রের খবর, একতলার গুদামে যেখানে আগুন লেগেছে, সেখান হতে যাতে উপরের অংশে সেই আগুন না ছড়িয়ে পড়ে, তার চেষ্টা করে চলেছেন দমকল কর্মীরা। এক্ষেত্রে বাইরে থেকে জানালার ভেতর জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়ে চলেছে। তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে ঠিক কতটা সময় লাগতে পারে, সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি দমকল।

Sayan Das

সম্পর্কিত খবর