ছটপুজোর প্রসাদ তৈরি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ! বিহারের অগ্নিকাণ্ডে আহত ৩০, আশঙ্কাজনক বহু

বাংলা হান্ট ডেস্কঃ ছট পুজোর (Chhath Puja) প্রসাদ তৈরি করছিল পরিবারের সদস্যরা আর সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে লেগে যায় আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এ ঘটনায় ইতিমধ্যেই আহত হয়েছেন ৩০ জন। অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা যাচ্ছে।

ঘটনার কেন্দ্রস্থল বিহারের ঔরঙ্গাবাদ জেলার শাহগঞ্জ এলাকা। ছট পুজো উপলক্ষে অনিল গোস্বামী নামে এক ব্যক্তির বাড়িতে প্রসাদ তৈরি করা হচ্ছিল। সূত্রের খবর, সেই সময় আচমকাই শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন এবং এই ঘটনায় আহত হন মোট ৩০ জন।

সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত ৩০ জন ব্যক্তিকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এরমধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। এ ঘটনা ইতিমধ্যেই তীব্র শোরগলের সৃষ্টি হয়েছে সর্বত্র।

উল্লেখ্য, গতকাল রাত ২ঃ৩০ মিনিটে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এক্ষেত্রে শুধুমাত্র পরিবারের সদস্যরাই নন, পরবর্তীতে আগুন নেভাতে আসলে ৭ জন পুলিশ কর্মীও আহত হয়। এক্ষেত্রে অগ্নিকাণ্ডের কারণ না জানা গেলেও প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণে পরবর্তীতে তা আরো ভয়াবহ রূপ নেয়।

প্রসঙ্গত, বিহারের শাহগঞ্জ এলাকার বাড়িটিতে আগুন লাগলে মুহূর্তের মধ্যে সেখানে ছুটে আছেন স্থানীয় বাসিন্দারা এবং পরবর্তীতে আগুন নেভানোর একাধিক প্রচেষ্টা করা হয়। তবে এক্ষেত্রে কোনমতেই নেভানো যায়নি আগুন। পুলিশ এবং দমকল এসে আগুনের তীব্রতা কমানোর চেষ্টা করলেও পরবর্তীতে একটি সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় সেই তীব্রতা আরো বৃদ্ধি পায়।

home in fire

এ ঘটনা প্রসঙ্গে পুলিশ সাব ইন্সপেক্টর জানান, “কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সে প্রসঙ্গে এখনো পর্যন্ত স্পষ্ট কোন ধারণা মেলেনি। তবে বাড়ির মালিক জানিয়েছেন, গ্যাস বিস্ফোরণের কারণে এই ঘটনার সূত্রপাত ঘটে। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত করে দেখছি।”


Sayan Das

সম্পর্কিত খবর