কম নম্বর দেওয়ার জের, অঙ্কের শিক্ষককে গাছে বেঁধে পেটাল ছাত্ররা!

বাংলাহান্ট ডেস্ক : পরীক্ষার রেজাল্ট এ কম নম্বর পেলে আমাদের মা ঠাকুমার সময়ে ভয়ে সবার হাত পা ঠাণ্ডা হয়ে যেত। কিন্তু বর্তমানে ছাত্র ছাত্রীরা নম্বর কম পাওয়ায় ভয় , দুঃখ পাওয়া তো দূর, রেগে গিয়ে শিক্ষক কে পেটাতেও পিছপা হয়না। শিক্ষক দিবসের ঠিক কয়েকদিন আগে এমনই এক লজ্জাজনক ঘটনার সাক্ষী হল ঝাড়খণ্ডের দুমকা জেলা।

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু , গুরুদেব মহেশ্বর… কিন্তু সেই গুরুর আজ এই দুর্দশা। পরীক্ষার খাতায় অঙ্কে কম নম্বর দিয়েছেন শিক্ষক , এই অভিযোগে গাছে বেঁধে শিক্ষক কে মারধোর করলো নবম শ্রেণীর ছাত্ররা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুমকা জেলার গপিকান্দার থানার অন্তর্গত তফসিলি জাতি আবাসিক সরকারি বিদ্যালয়ে।

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা এলাকা জুড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর সেই বিদ্যালয়ের নবম শ্রেণীর মোট ১১ জন ছাত্রকে অংকে ৩২ এর নিচে দেওয়ার জন্য শিক্ষক তাদের ডবল ডি গ্রেড দিয়েছিলেন। যার অর্থ দাঁড়ায় গণিত বিষয়টিতে সেই পড়ুয়ারা ফেল করেছে। ফলাফল প্রকাশ হওয়ার পরেই সেই ১১ জন ছাত্র বিদ্যালয়ের কেরানী এবং অংকের ওই শিক্ষককে ধরে বেধড়ক মারধর করে। সূত্রে খবর শিক্ষকের নাম সুমন কুমার ও কেরানীটির নাম সোনেরাম চৌবে।

 

ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল কিন্তু তাতেও স্কুলের তরফ থেকে কোন লিখিত এফ আই আর দায়ের করা হয়নি থানায়। গোপিকান্দার থানার আধিকারিক জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ করতে রাজী নন কেউ । স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যদি এফআইআর দায়ের করা হয় তবে এ ছাত্ররা আরও বিগড়ে যেতে পারে এবং তাতে সমাধানের থেকে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিদ্যালয় কর্তৃপক্ষের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর