বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা করায় জবাব দিলেন পাকিস্তানের কোচ ম্যাথু হেডেন

বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলি এবং বাবর আজমের তুলনা প্রায়ই করে থাকেন বিশ্লেষকরা, এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর ইতিমধ্যেই টি-টোয়েন্টিতে সেঞ্চুরির ক্ষেত্রে বিরাটকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। তাই অনেকেই মনে করছেন আগামী দিনে কোহলির আরও কিছু রেকর্ড হয়তো ভাঙবেন বাবর আজম। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনও। বর্তমানে পাকিস্তানি দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন হেডেন।

বাবর এবং বিরাটের তুলনা করতে গিয়ে তিনি বলেন, “বাবর আজমের ব্যক্তিত্ব এমনই যে তাকে বাইরে থেকে যেমন দেখায় তিনি ভিতরেও তেমনই। আমার মতে কোহলি ও বাবর আজম বিপরীতমুখী। বাবর প্রায় সব সময় শান্ত থাকেন এবং তার অধিনায়কত্ব ও ব্যাটিং করেন। অন্যদিকে বিরাট কোহলি খুবই অ্যানিমেটেড এবং খুব আবেগপ্রবণ। মাঠে তিনি খুবই আক্রমণাত্মক।” হেডেন আরও জানিয়েছেন বাবরের মধ্যে বিরাট কোহলির মত ফ্ল্যামবয়েন্স নেই। তিনি শান্ত থাকতেই ভালোবাসেন।

তবে হেডেনের মতে এই মুহূর্তে বিরাট বাবরের তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছেন। একজন ব্যাটসম্যান হিসেবে তিনি বাবরের থেকে অনেক ভাল পারফর্ম করেছেন। যদিও বাবরের বয়স কম তাই এই মুহূর্তে তিনি শেখার সুযোগ পাবেন। হেডেন আরও জানান, “বাবর আজম এখনও একজন তরুণ অধিনায়ক তবে তিনি ক্রমাগত শিখছেন এবং তিনি খুব দ্রুত শিখছেন।”

india pakistan virat babar

প্রসঙ্গত উল্লেখ্য, এ নিয়ে কোন সন্দেহ নেই যে কোহলির অ্যাচিভমেন্ট বাবরের তুলনায় অনেকখানি বেশি। শুধু তাই নয় বাবর নিজেও মেনে নিয়েছেন, ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি তার তুলনায় অনেক বড় ব্যাটসম্যান। কারণ তিনি বহু কৃতিত্ব অর্জন করেছেন। তবে একথা ঠিক যে পাকিস্তানের একজন বড় উঠতি তারকা হিসেবে আগামী দিনে বাবর ক্রিকেটে আরও অনেক কৃতিত্ব অর্জন করবেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর