বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) গোটা বিশ্বে করোনার সংক্রমণের হটস্পট রুপে সামনে উঠে আসছে। ওই দেশে এখনো পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মামলা সামনে এসেছে। আর ১ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। এই সঙ্কটের মধ্যে পাকিস্তানি (Pakistan) মৌলানা কৌকাব নূরানি (Kaukab noorani) করোনাকে মুসলিমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে আখ্যা দিলেন। নূরানির একটি ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, ওই ভিডিওতে তিনি এই ভাইরাসকে ইহুদীদের ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন, আর সবাইকে হাসপাতালে না যাওয়ারও আবেদন করছেন।
মৌলানা কৌকাব নূরানি ওই ভিডিওতে বলেন, করোনা ভাইরাস ইহুদীদের ষড়যন্ত্রের ফল। ওঁরা আগে এই ভাইরাস তৈরি করেছে, এবার সেটির ভ্যাকসিন বানাচ্ছে। কৌকাব করোনাকে শুধু মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে চুপ থাকেন নি, উনি নিজের সমর্থকদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও হাসপাতালে না যাওয়ার আবেদন জানিয়েছেন। উনি বলেন, করোনা ইহুদীদের ষড়যন্ত্র আর এবার ওঁরা ভ্যাকসিন বানিয়ে সেটিতে একটি চিপ লাগিয়ে দিচ্ছে।
মৌলানা বলেন, যখন ইহুদীদের বানানো এই ভ্যাকসিন মুসলিম অথবা কোন মানব শরীরে প্রবেশ করবে, তখন সেই সময় সেই চিপও মানবদেহে ঢুকে যাবে। ওই চিপ মুসলিমদের কন্ট্রোল করবে। আপনি কি করতে চান, আপনি কি ভাবছেন সব ইহুদীরা জেনে যাবে। নূরানি এখানেই থেকে না থেকে বলেন, হাসপাতালে করোনা রোগীদের মেরে ফেলার জন্য ডাক্তারদের টাকা দেওয়া হচ্ছে।
মৌলানা বলেন, যদি আপনি করোনায় আক্রন্ত হন তাহলেও হাসপাতালে যাবেন না। যদি হাসপাতালে যান, তাহলে আর বেঁচে ফিরতে পারবেন না। সেখানে আপনাকে ভেন্টিলেটরে রেখে মেরে ফেলা হবে। এরা বাড়ির লোকের সাথেও দেখা করতে দেবে না। কারণ দেখা করতে দিলেই এদের কুকীর্তি গোটা বিশ্বের সামনে চলে আসবে।
দেখুন সেই ভাইরাল ভিডিও
It is because of mullahs like these that Pakistan hasn't even been able to rid itself polio virus. And this guy isn't just some ordinary mullah, he is considered one of the country's leading 'religious scholars'. Says Covid-19 vaccine will contain a chip to control your mind… pic.twitter.com/OaZASBzbW2
— Bilal Farooqi (@bilalfqi) June 3, 2020
কৌকাব নূরানি অনুযায়ী, ইহুদি করোনার সংক্রমণের মাধ্যমে গোটা বিশ্বকে নিজেদের ক্ষমতায় নিতে চায়। মৌলানা বলেন, এই ইহুদীরা খুব শীঘ্রই একটি কারেন্স আনছে, জেতার মাধ্যমে ওঁরা গোটা বিশ্ব নিজেদের হাতের মুঠোয় করে নেবে।