অবশেষে দেখা মিলল তাবলীগ প্রধান মৌলানা সাদ-এর, এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী পুলিশ তাবলীগ জামতের প্রধান মৌলানা সাদ-কে (moulana saad) খুঁজে বেরাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সাদকে খুঁজে পায়নি পুলিশ। আর এর মধ্যে মৌলানা সাদকে আজ দিল্লীর একটি মসজিদে দেখা যায়। জামিয়া নগরের ওয়েস্ট এলাকায় আবু বকর মসজিদে জুম্মার নামাজ পড়েন আজ মৌলানা সাদ। কিছুক্ষণ মসজিদের থেকে সেখান থেকে আবার চলে যায় মৌলানা সাদ।

আরও পড়ুনঃ মৌলানা সাদ-এর ঘনিষ্ঠদের পাসপোর্ট বাজেয়াপ্ত করল দিল্লী পুলিশ! খুব শীঘ্রই দাখিল হবে চার্জশিট

মৌলানা সাদের বিরুদ্ধে দিল্লীর নিজামুদ্দিন এলাকায় নিজামুদ্দিন মরকজে নিয়মের লঙ্ঘন করে ভিড় জড় করার অভিযোগ আছে। জানিয়ে দিই, তাবলীগ জামাত নিজামুদ্দিন মরকজে মার্চ মাসে একটি ধার্মিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রচুর পরিমাণে দেশ এবং বিদেশের মানুষ উপস্থিত হয়।

তেলেঙ্গানা থেকে শুরু করে উত্তর প্রদেশ পর্যন্ত সমস্ত রাজ্যের অনেক মসজিদ থেকেই প্রচুর পরিমাণে বিদেশীদের গ্রেফতার করা হয়। তাঁরা সবাই ভ্রমণ ভিসায় ভারতে এসেছিল। অনেক রাজ্যে করোনার মামলা বৃদ্ধি পাওয়ার জন্য তাবলীগ জামাতকে দায়ি করেছে।

আরও পড়ুনঃ @মৌলানা সামৌলানা সাদই আমাদের মরকজে থাকতে বলেছিল, পুলিশের জেরায় স্বীকার করল ১৬৬ জামাতি

মরকজে হওয়া অনুষ্ঠানে জড় হওয়া ভিড় থেকে করোনা ছড়িয়ে পরার জন্য মৌলানা সাদ সমেত ৬ জনের বিরুদ্ধে দিল্লী পুলিশ মামলা দায়ের করেছে। যদিও এরপরেও দিল্লী পুলিশের হাতে আসেনি সাদ।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর