ঋতুরাজের ফেরা নিশ্চিত, সুযোগ পেতে পারেন আবেশ, রইল শেষ ম্যাচের সম্ভাব্য ভারতীয় একাদশ

বাংলা হান্ট ডেস্কঃ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ রবিবার (২০ ফেব্রুয়ারি) কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ওডিআইয়ের পর এখন টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতার দিকে তাকিয়ে থাকবে ভারত। পাশাপাশি সফরে নিজেদের প্রথম ম্যাচে জিততে চাইবে ওয়েস্ট ইন্ডিজ দল। এই ম্যাচে দুই দলই অনেক পরিবর্তন নিয়ে নামতে পারে। ভারতীয় দল ঋতুরাজ গায়কোয়াড় এবং আবেশ খানকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে।

গায়কোয়াড়-র অপেক্ষার এখানেই শেষ হতে পারে। দুর্দান্ত ফর্মে থাকলেও এখন পর্যন্ত তিনি সিরিজে খেলার সুযোগ পাননি। তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন না ঋষভ পান্ত ও বিরাট কোহলি। তারা 10 দিনের জন্য বিরতি পেয়েছেন। এমন পরিস্থিতিতে গায়কোয়াড়কে সুযোগ পেতে পারেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় ঋতুরাজের। এরপর থেকে আর খেলার সুযোগ পাননি তিনি।

এই ম্যাচে আবেশ খানকে অভিষেকের সুযোগ দিতে পারেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। ঋতুরাজের মতো আবেশও অনেকদিন ধরে বেঞ্চে বসে আছে। গত বেশ কয়েকটি সফরে দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি। আইপিএলের 16 ম্যাচে আবেশ 24 উইকেট নিয়েছেন। তৃতীয় টি-টোয়েন্টিতে হর্ষল প্যাটেলের জায়গায় খেলতে পারেন তিনি। ঋষভ পান্তের জায়গায় ফিরতে চলেছেন শ্রেয়াস আইয়ার।

Ruturaj

তৃতীয় ম্যাচে এমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ … রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, হর্ষল প্যাটেল/আবেশ খান, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই।

Koushik Dutta

সম্পর্কিত খবর