শেষ হয়ে গেলো এই ২ ভারতীয়র কেরিয়ার! বিশ্বকাপের আগেই নিতে পারেন অবসর…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই এখন অতীত। ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য ওডিআই বিশ্বকাপ। এই বছরেই ভারতের মাটিতে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। তার আগে ভারতীয় দলে সুযোগ না পেয়ে এবার হতাশার পথে হেঁটে যে কোনও সময় অবসরের ঘোষণা দিতে পারেন দুই ভারতীয় ক্রিকেটার।

এখানে যাদের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে প্রথম জন হলেন ৩২ বছর বয়সী ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল। ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ২১টি টেস্ট এবং ৫টি ওয়ান ডে খেলেছেন। টেস্ট ফরম্যাটে তার ডাবল সেঞ্চুরি রয়েছে। মায়াঙ্ক এই ফরম্যাটে ১৪৮৮ রান করেছেন। তবে ওডিআই দলে তিনি কোনওদিনই নিয়মিত ছিল না। তিনি ওয়ান ডে ম্যাচে ১৭.২০ গড়ে মাত্র ৮৬ রান করতে সক্ষম হন। ২০২০ সালের পর থেকে তিনি কোনও ওডিআই ম্যাচ খেলেননি।

মায়াঙ্ক আইপিএলের শেষ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেছিলেন। যদিও তার ব্যাট করার খুব একটা সুযোগ আসেনি। তিনি ১০ টি ম্যাচ খেলে ২৭ গড়ে ২৭০ রান করেন। এই পুরো মরশুমে তিনি মাত্র একটি অর্ধশতরান করেছেন। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন মায়াঙ্ক। এমতাবস্থায় এমন ফ্লপ পারফরম্যান্স দিয়ে কোনোভাবেই আর ভারতের কোনও ফরম্যাটের দলে ফিরতে পারবেন না তিনি। তাই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ইতি টেনে দিতে পারেন।

এই প্রতিবেদনের দ্বিতীয় ক্রিকেটার হলেন অভিজ্ঞ ইশান্ত শর্মা। তিনি সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্সের উদাহরণ পেশ করলেও তার পক্ষে দলে ফেরা প্রায় অসম্ভব। তিনি বহুদিন আগেই সীমিত ওভারের ফরম্যাটে নিজের জায়গা হারিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাননি। এমন অবস্থায় তিনি যদি অবসর ঘোষণা করেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

শেষ কিছু বছরে ইশান্তকে শুধুমাত্র টেস্ট ফরম্যাটে খেলতে দেখা গেলেও গত ২ বছর ধরে তিনি ভারতীয় দলের হয়ে খেলেননি। ৩৪ বছর বয়সী ইশান্ত এখনও পর্যন্ত ১০৫ টেস্ট ম্যাচে মোট ৩১১ উইকেট নিয়েছেন। তিনি ৮০ টি ওয়ান ডে-তে মোট ১১৫টি উইকেট নিয়েছিলেন।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর