বাংলা হান্ট ডেস্ক : চলতি বছর IPL এ দারুণ খেলছেন কয়েকজন ভারতীয় খেলোয়াড়। অভিষেক থেকেই তাদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। তাদের মধ্যে একজন লখনউ সুপার জায়ান্টের মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। তার বলের গতির সামনে টিকতে পারেন এমন সাধ্য কার! বল হাতে বিপক্ষের ব্যাটারের হাতে ভয় ধরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তাকে উঠে যেতে হয় চোটের কারণে।
গুজরাটের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১ ওভার বল করেই ম্যাচ ছাড়তে হয় মায়াঙ্ক যাদবকে। আসলে বল করার সময় চোট পান তিনি। তারপরই দলের বাইরে তরুণ বোলার। কথা উঠছে তাহলে কি আগামী 14 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সাথে ম্যাচে খেলবেন তিনি? ইডেন গার্ডেন্সে মায়াঙ্ক ম্যাচ খেলতে পারবেন কিনা তার উত্তর পাওয়া গেল ক্রুণাল পাণ্ড্যর থেকে।
ক্রুণাল বলেন, “আমার জানা নেই মায়াঙ্কের ঠিক কী রকম চোট লেগেছে। কিন্তু ওর সঙ্গে কয়েক সেকেন্ড থাকার পর এটা মনে হয়নি যে, তার চোট খুব গুরুতর।” ক্রুণালের কথায়, আগামী ম্যাচ খেলতে পারেন মায়াঙ্ক, যা তাদের দল লখনউ এর জন্য খুবই ভালো খবর। বিষয়টি সম্পর্কে ক্রুণাল মুখ খুললেও দল অবশ্য এখনই কিছু জানায়নি।
আরও পড়ুন : হেরে হেরে দেওয়ালে ঠেকল পিঠ, এবার বড় চাল সৌরভের! দিল্লিতে নয়া চমক
এছাড়া মায়াঙ্ককে আগামী দিনের ভবিষ্যৎ বলেও দাবী করেন লখনউ সুপার জায়ান্টের ক্রুণাল পান্দ্য। তার কথানুযায়ী এর আগের মরশুমে প্র্যাক্টিস নেটে দারুণ বল করে মায়াঙ্ক। তবে সেবার প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক আগেই চোট পেয়ে যান তিনি। ক্রুণাল এও বলেন যে, “মায়াঙ্ক যথেষ্ট আত্মবিশ্বাসী। খেলাটা ভাল বোঝে। আগামী দিনে ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল।”