“সবাই তো আর জাদেজা নয়”, মায়ান্তি ল্যাঙ্গারের গুগলিতে ক্লিন বোল্ড সঞ্জয় মাঞ্জরেকার

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ শুরুর আগে সঞ্জয় মাঞ্জরেকরকে, রবীন্দ্র জাদেজার নাম নিয়ে হালকা খোঁচা দিয়েছেন ট্রাক ম্যাচ বিশ্লেষণী অনুষ্ঠানের সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গার, যাকে অনেকেই চেনেন ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী হিসেবে। সেই সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস এবং মায়ান্তি। কথা হচ্ছিল পাকিস্তান বনাম ভারত ম্যাচের স্লো ওভার রেটের বিষয়টি নিয়ে।

অনেক ক্রিকেটপ্রেমী হয়তো খেয়াল করেননি যে রবিবারের ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষ তিন ওভারে পাকিস্তান ৩০ গজ বৃত্তের ভেতরে ৫ জন ফিল্ডারকে নিয়ে ফিল্ডিং করছিল। এ মনটা খুবই অস্বাভাবিক দৃশ্য কারণ শেষের দিকে রোভার গুলিতে যত বেশি সম্ভব ফিল্ডার অধিনায়করা বাউন্ডারির কাছাকাছি রাখতে চান বড় শট আটকানোর উদ্দেশ্যে। যারা লক্ষ্য করেছিলেন তারা হয়তো অনেকেই আইসিসির নতুন নিয়মটি জানতেন না এবং ভেবেছিলেন হার্দিক এবং জাদেজা যাতে দ্রুত সিঙ্গেল না নিতে পারেন সেই ভাবনা নিয়ে বাবর আজম হয়তো ওইভাবে ফিল্ড সেট করেছেন। কিন্তু আসলে সেই সময়ে স্লো ওভার রেটের মাশুল গুনতে হচ্ছিল পাকিস্তানকে।

প্রসঙ্গত আইসিসির সর্বশেষ প্রকাশিত নিয়ম সংশোধনী অনুসারে, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে যদি একটা দল স্লো ওভার-রেট বজায় রাখে, তবে তাদের বৃত্তের ভিতরে পাঁচজন ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হবে। কত ওভার তাদের এই দুর্ভোগ ভোগ করতে হবে তা সেই দল কতটা ধীরগতিতে বোলিং করছে তার ওপর ভিত্তি করে গণনা করা হবে। ২০২২ সালের জানুয়ারীতে এই নিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে বলা ছিল যে একটি টি-টোয়েন্টি ইনিংস সম্পূর্ণ করার জন্য ৮৫ মিনিটের সময় বরাদ্দ। সেই নির্ধারিত সময়সীমার পরে যতগুলো ওভার বাকি থাকবে, সেই দলকে ততগুলি ওভার ৩০ গজের বৃত্তের মধ্যে ন্যূনতম পাঁচজন ফিল্ডার নিয়ে খেলতে হবে। সেই হিসাব অনুযায়ী পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ম্যাচে শেষ ৩ ওভার এই শাস্তি ভোগ করতে হয়েছিল যার পুরোপুরি লাভ সুবিধা নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার স্কট স্টাইরিস জানিয়েছিলেন যে এর ফলে স্পিনারদের সমস্যায় পড়তে হতে পারে। তখন সঞ্জয় মাঞ্জেরেকার তার সমাধান দিতে গিয়ে বলেছিলেন, “এর একটাই সমাধান আপনার অফারটি যত তাড়াতাড়ি সম্ভব বল করে ফেলুন তাহলেই আর এই শাস্তি ভোগ আর আশঙ্কা থাকবে না।” তখন মায়ান্তি ল্যাঙ্গার মজার ছলে সঞ্জয় মাঞ্জরেকারকে বলেন, “কিন্তু সঞ্জয় সবাই তো আর রবীন্দ্র জাদেজা নয় যে এই কাজটা খুব দক্ষতার সাথে করতে পারবে।” তারপরই হেসে পরিস্থিতি হালকা করে দেন তিনি।

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের আগে থেকে জাদেজা এবং সঞ্জয় মাঞ্জরেকারের মধ্যে কিছু ঠান্ডা লড়াই চলছিল। সঞ্জয় জাদেজার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন যার জবাব জাদেজা টুইটারে কড়া ভাবে দিয়েছিলেন। কিন্তু গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শেষের পর জাদেজার একটি সাক্ষাৎকার নেন সঞ্জয় মঞ্জরেকার, যেখানে তিনি প্রথমেই জিজ্ঞাসা করে নেন যে তার সাথে কথা বলতে জাদেজার কোনও আপত্তি আছে কিনা। জবাবে জাদেজা স্মিত হেসে জানান যে, না তার কোনও অসুবিধাই নেই। গোটা ব্যাপারটি খুব উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর