বাংলা হান্ট ডেস্ক: গত বছর মার্চ মাসে দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানিয়েছিলেন পাহাড় থেকে বৌমা নিয়ে আসছেন। সেকথাই সত্যি হল। মুখ্যমন্ত্রীর বাড়ির ছেলের বিয়ে। আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার কার্শিয়ংয়ের কন্যার সঙ্গে চারহাত এক হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের ছেলের। সেই নিয়েই তোড়জোড়।
বিয়ের পিঁড়িতে বসছেন মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ডাক্তার পুত্র আবেশ বন্দ্যোপাধ্যায় (Abesh Banerjee)। পারিবারিক সূত্রে খবর, নিজের সহপাঠী প্রেমিকার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বিয়েতে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদিকে বরকর্তা হচ্ছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে কেন ফিরহাদ বরকর্তা? বিধানসভায় সেই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার বিধানসভায় মমতা বলেন, ‘‘আমার পরিবার নেই। তা-ও বলছি, কার্শিয়াঙের পাহাড়ি মেয়ের সঙ্গে আমার চিকিৎসক ভাইপোর বিয়ে। সেই বিয়ের বরকর্তা ফিরহাদ হাকিম।’’ কেন ফিরহাদ ওই বিয়ের বরকর্তা? সেই বিষয়ে মমতা বলেন, ‘‘আমার ভাইপোর ভিক্ষা মা ওর (ফিরহাদ) স্ত্রী।’’
আরও পড়ুন: ‘মোদী-শাহ চোর’ স্লোগানের জের! ফিরহাদ থেকে বাবুল, তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে FIR বিজেপির
মমতার পরিবারের ‘এলাহী’ এই বিয়ে নিয়ে বর্তমানে চৰ্চা তুঙ্গে। গতকালই বিয়ের অনুষ্ঠানে রাখা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়ার অব্যবস্থা নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ওদিকে সম্প্রতি, তৃণমূল দলের অন্দরেই একাধিক বিষয় নিয়ে ‘মতানৈক্য’ দেখা গিয়েছে। মমতার নির্দেশ মতো বিধানসভায় সই করা নিয়ে ফিরহাদ বলেছিলেন, ‘‘আমরা কি স্কুলে পড়ি নাকি!’’ কিছুমাস আগে শোনা গিয়েছিল মমতা নাকি নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ যেন শুধুমাত্র পুরসভা নিয়েই কথা বলেন। এ বার সেই ফিরহাদই মমতার ভাইপোর বিয়ের বরকর্তা।