বাংলাহান্ট ডেস্ক : দিল্লি পুরসভার (MCD) ভোটগণনায় (Vote Result) এগিয়ে-পিছিয়ে থাকার ভিত্তিতে সকাল থেকেই বিজেপি (BJP) এবং আম আদমি পার্টির (AAP) চোখে চোখ রেখে লড়াই চললেও বেলা বাড়তেই ছবিটা পরিস্কার হতে থাকে। দুপুর আড়াইটের মধ্যেই দেখা যায়, জেতা ও এগিয়ে থাকার নিরিখে আপ ১২৬টি আসন পেয়েছে। বলা যায় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই সম্ভাব্য জয়ের আনন্দে আপ সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে নাচগান, বাজনা বাজাতে শুরু করেছে।
অপরদিকে, এই দুই দলের থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে কংগ্রেস (Congress)। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে কঠিন লড়াই চললে। আপাতত বিজেপিকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে আপ। বিজেপির থেকে বেশ কয়েকটি বেশি ওয়ার্ডে জয় হাসিল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে ১৫ বছরের কংগ্রেস শাসনের অবসান ঘটিয়েছেন কেজরিওয়াল। এবার দিল্লিতেও ১৫ বছরের বিজেপি পুরবোর্ডকে উৎখাত করতে চলেছেন তাঁরা।
বুধবার দিল্লি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। তাতে বিজেপি-কে হারিয়ে জয়ী হয়েছে আপ। দিল্লি পৌরসভার ২৫০ ওয়ার্ডের মধ্যে ১৩৩টিতে জয়ী হয়েছে আপ। এগিয়ে রয়েছে আরও তিনটি আসনে। বিজেপি জিতেছে ১০১টি ওয়ার্ডে। আরও দু’টি আসনে এগিয়ে রয়েছে তারা। তাদের ধারেকাছেও নেই কংগ্রেস। মাত্র ৯টি ওয়ার্ডে জয়ী হয়েছে তারা।
জয় নিশ্চিত হতেই এ দিন আপের কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন আপ কর্মী-সমর্থকরা। হলুদ-নীল আবির, দলের ফেস্টুন, পতাকা, পোস্টার হাতে রাস্তায় নামেন সকলে। সেই পরিস্থিতিতেঔ সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেজরিওয়াল। জয় নিয়ে তিনি বলেন, ‘দিল্লিবাসীকে অভিনন্দন জানাই. আপ ভাল ফল করেছে। মানুষ আস্থা রেখেছেন আমাদের উপর।’