পাকিস্তান বিশ্বকাপে ভারতের থেকে এগিয়ে! মন্তব্য করে নিন্দার শিকার প্রাক্তন মুসলিম ভারতীয় ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যতই বিশ্বকাপ (2023 ODI World Cup) এগিয়ে আসছে ততই অংশগ্রহণকারী দলগুলিকে নিয়ে নিজ নিজ দেশের ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়ছে। বিশ্বকাপের জন্য তাদের দেশের দল কতটা তৈরি, সেটা আগে থেকেই বুঝে রাখতে চাইছেন ভক্তরা। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) কতটা তৈরি সেটা নিয়েও প্রশ্ন উঠছে।

নানান বিশেষজ্ঞ ইতিমধ্যেই এই ব্যাপারে নিজ নিজ মত ব্যক্ত করছেন। কেমন ভাবে ভারতীয় দল বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাতে পারে সেই নিয়ে নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন। আর্থিক এমনটাই করে সম্প্রতি হিন্দুত্বের সমালোচনার শিকার হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।

কাইফ জানিয়েছেন যে ভারতীয় দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট আঘাতের ঘটনা তাকে বেশ বিচলিত করছে। সেইজন্যই তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তিনি মনে করেন বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের অনুপস্থিতি ভারতকে খাতায় কলমে দুর্বল রেখেছে।

531280 mohammad kaif general getty

কিন্তু এমন মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। অনেকে থাকে ধর্ম তুলে আক্রমণ করে জানিয়েছেন যে তুমি পাকিস্তানের দালালি করছেন এবং পাকিস্তান থেকে এগিয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে কাইফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

তবে কিছু বুদ্ধিদীপ্ত ক্রিকেটপ্রেমী কাইফের পাশে দাঁড়িয়ে তার বক্তব্যকে সমর্থন করেছেন। তারা মনে করেন যে সত্যিই ভারতীয় ক্রিকেটারের বক্তব্য অনুযায়ী ভারতীয় দল এই মুহূর্তে বেশ কিছু কারণে ক্ষতিগ্রস্ত। বিশ্বকাপের আগেই সেই সমস্যাগুলি মিটবে এমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। ফলে খাতায় কলমে পাকিস্তানি এগিয়ে থাকছে কিছুটা সেটা অস্বীকার করার কোনও দরকার নেই। ভারতের হাতে থাকা একটা বড় সুবিধা হল তারা যখন মাঠে নামবে তখন আহমেদাবাদের এক লক্ষ দর্শক তাদের উৎসাহ বাড়ানোর জন্য এবং পাকিস্তানকে চাপে থাকার জন্য সচেষ্ট থাকবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর