বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুই দিন আগেই নিজের ৪২ তম জন্মদিন পালন করেছেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি বিশ্ব ক্রিকেটে এমন একমাত্র অধিনায়ক যিনি দেশকে সমস্ত আইসিসি (ICC) ট্রফি জেতাতে পেরেছেন। তিনি অবসর নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আজও তার অভাব অনুভব করেন। অনেকেই চান তিনি ফের একবার ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সঙ্গে যুক্ত হয়ে রোহিত, বিরাটের পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও সঠিক পথের দিশা দেখাক।
কিন্তু সেই ধারণার সঙ্গে একমত নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তার মতে ধোনি ভারতীয় দলের সাম্প্রতিক সমস্যাগুলোর সমাধান নন। তাকে দলের সঙ্গে যুক্ত করা হলেই ভারত যে ম্যাজিকের মতো আইসিসি টুর্নামেন্টগুলি জিততে শুরু করবে, এমনটা মনে করেন না তিনি। তার মতে ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সেই ক্ষমতা রয়েছে, যার জন্য সকলে ধোনিকে দলে দেখতে চাইছেন।
ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানকে অবশ্য অস্বীকার করেননি তিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ধোনির অধিনায়কত্বের যে বড় ভূমিকা ছিল সেটা তিনি অস্বীকার করেননি। কিন্তু তিনি মনে করেন এই মুহূর্তে ভারতীয় দলের সমস্যার সমাধান ধোনি নন।
তলিয়ে ভাবলে দেখা যাবে মহম্মদ কাইফ যে দাবিটা করেছেন সেটা খুব একটা ভুল নয়। এর আগে মহেন্দ্র সিংহ ধোনিকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সাথে মেন্টর করে রাখা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু সেই সময় পাকিস্তানের কাছে হারের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
তবে এর পাশাপাশি কাইফ আরেকটা মারাত্মক দাবি করেছেন। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নন। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই জায়গাটা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠের মধ্যে জুনিয়র, সিনিয়র এবং সমবয়সী নির্বিশেষে ক্রিকেটারদের সঙ্গে এমন ভাবে মিশতেন ও ভরসা রাখতেন যে ওই ক্রিকেটার এর পক্ষে মাঠে নেমে পারফরম্যান্স করাটা অনেক সহজ হয়ে যেত।