‘পদত্যাগের গল্প সংবাদমাধ্যমের রটনা’, দাবী করলেন বিমান বসু

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সংবাদ মাধ্যমে চাউর হয়ে গিয়েছিল, নির্বাচনে ভরাডুবির পর এবার বামফ্রন্টের চেয়ারম্যানের পদ পদত্যাগ করছেন বিমান বসু (Biman Basu)। কিন্তু খবরটা ছড়িয়ে পড়তেই বিমান বসু জানালেন, এমন কোন সিদ্ধান্ত তিনি নেনইনি। সমস্তটাই সংবাদ মাধ্যমের রটনা বলে তিনি দাবি করলেন।

গত ২ রা মে নির্বাচনের ফল প্রকাশের পর পরিষ্কার হয়ে যায় আবারও বাংলায় ক্ষমতায় ফিরছে তৃণমূল শিবির। কিন্তু অবাককর ঘটনা হল- স্বাধীনতার পর থেকে এই প্রথমবার বিধানসভা থাকছে বাম-কংগ্রেস শূন্য। নির্বাচনে একটিও আসন পায়নি বাম কংগ্রেসরা। শুধুমাত্র একটি মাত্র আসন পেয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক আইএসএফের (ISF) নওশাদ সিদ্দিকী।

Biman Basu Twitter 1557303008

এরপরই শোনা গিয়েছিল নির্বাচনে হারের পর সমস্ত দোষ নিজের মাথায় নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন বিমান বসু। এমনকি তিনি নাকি পদত্যাগপত্র জমাও দিয়ে দিয়েছেন বলেও শোনা গিয়েছিল। কিন্তু এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তেই বিমান বসু জানালেন, ‘মনের মাধুরি মিশয়ে কেউ এটা লিখেছেন। আমরা সব কাজ আলোচনা করেই করি। তবে আমরা পদত্যাগের ইচ্ছাপ্রকাশের প্রসঙ্গটা সম্পূর্ণই আজগুবি কথা, গল্প’।

বাংলায় এমন ভরাডুবির প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারে ডিজাস্টার রেজাল্ট হয়েছে বাংলায়। বামেদের সঙ্গে বিপর্যয় হয়েছে কংগ্রেসেরও। ১৯৭২ সালে একবার বামশূন্য করতে চেয়েছিল। কিন্তু সেসময় ১৩টা আসন পেয়েছিল সিপিএম। বাংলায় এর আগে এমন বিধানসভা কোনদিন দেখা যায়নি’।

জোট শরিক কংগ্রেসের মত না থাকলেও আইএসএফ-কে দলে টানতে বড় ভূমিকা নিয়েছিল বামেরা। তবে এখন সেই আইএসএফ-কে নিয়ে প্রশ্ন করলেও, কোন বেফাঁস মন্তব্য করলেন না বিমান বসু। সংযত ভাবেই বললেন, ‘নিজেদের আলোচনা ছাড়া এসব নিয়ে এখন কোন মন্তব্য করব না। আমাদের মধ্যে কোন সিদ্ধান্ত হয়নি। আমি কিছু বলতে পারব না’।


Smita Hari

সম্পর্কিত খবর